মো. মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি): রামগড়ে ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে পৌর এলাকার তৈচালাপাড়ায় জোন সদর দপ্তরের বাস্কেটবল মাঠে অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন ৪৩ বিজিবি রামগড় জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম। এতে অংশ নেন স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতা, হেডম্যান-কারবারি, সাংবাদিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
সভায় দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা হয় এবং পাহাড়ি ও বাঙালিদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধ, অবৈধ পুশইন এবং সীমান্তপথে মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
এছাড়াও পাহাড় কেটে অবৈধভাবে মাটি, বালু, কাঠ ও বাঁশ সংগ্রহ ও বিক্রয় বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং এসব কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, অপহরণ বা সন্ত্রাসী কার্যকলাপের খবর দ্রুত বিজিবিকে জানানোর অনুরোধ করা হয়।
সভায় মুক্ত আলোচনার মাধ্যমে আগত অতিথিরা এলাকার সমসাময়িক নানা সমস্যা ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয় তুলে ধরেন এবং বিজিবির প্রতি তাদের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমদ, সহকারী পরিচালক মো. শামসুল হক, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন, দাঁতমারা থানার ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমান। এছাড়াও ছিলেন সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় হেডম্যান ও কারবারি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং বিভিন্ন পেশার গন্যমান্য ব্যক্তি।
বিজিবির এই নিয়মিত সভা স্থানীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার পাশাপাশি জনগণের মধ্যে আস্থা গড়ে তুলছে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।