Home Second Lead নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই : মির্জা ফখরুল

নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিজনেসটুডে২৪ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে এখন আর কোনো সংশয় নেই। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আগামী ২৬- এর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের পর নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, “নির্বাচন নিয়ে জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্য যথেষ্ট জোরালো ছিল। তিনি সাম্প্রতিক সময়ে যেসব কথা বলে আসছেন, তার পর আমাদের অন্তত কোনো সংশয় নেই। উই আর কনভিন্সড দ্যাট ২৬ -এর ফেব্রুয়ারিতে ইলেকশন হবে।”

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

জামায়াতও ফেব্রুয়ারির প্রস্তুতিতে

অন্যদিকে একই দিনে নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীও তাদের নির্বাচনী প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা সবাই এর সঙ্গে একমত। আমরাও প্রস্তুতি নিচ্ছি।”

তবে তিনি শর্তের কথাও উল্লেখ করেন। তাহের বলেন, “এর আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলোর সমাধান করা দরকার। যেমন—জুলাই সনদ। এটির বিষয়ে আমরা একমত হয়েছি, কিন্তু বাস্তবায়ন না হলে সেখানে একমত হওয়ার কোনো বাস্তবতা নেই।”

জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে জামায়াতের এ নেতা আরও বলেন, “তিনি নির্বাচন নিয়ে যে অবস্থান নিয়েছেন, সেটির সঙ্গে দ্বিমত করার কারণ আমরা দেখছি না। তবে উনি বিস্তারিত কিছু বলেননি।”

এ সময় জামায়াত নেতা নকিবুর রহমান তারেক উপস্থিত ছিলেন।

👉 বিএনপি ও জামায়াত—উভয় দলই জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্যে আস্থা প্রকাশ করলেও নির্বাচনের আগে নির্দিষ্ট কিছু শর্ত পূরণের ওপর জোর দিচ্ছে বলে পর্যবেক্ষক মহল মনে করছে।