ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সমাবেশের ঘোষণা দিয়েছে নবগঠিত আখচাষি রক্ষা সংগ্রাম পরিষদ। দেশের ১৫টি চিনিকলের প্রতিনিধিদের নিয়ে নাটোর এনএস কলেজ অডিটোরিয়ামে এক সভায় বন্ধ চিনিকল চালুসহ দেশের চিনিকল রক্ষায় ২৭ ফেব্রুয়ারি সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি।
শনিবার(২৪ জানুয়ারি) দুপুরে এই ঘোষণা দেন পরিষদের নেতা, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
উত্তরবঙ্গ চিনিকল আখচাষি সমিতির সভাপতি ইব্রাহীম খলিলের সভাপতিত্বে প্রতিনিধি সভায় দেশের ১৫টি চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষি নেতারা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, সুগার করপোরেশনের কর্মকর্তাদের লাগামহীন দুর্নীতির কারণে চিনিশিল্প আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।উন্নত দেশের মতো চিনিকলগুলোকে আধুনিকায়ন করে লাভজনক করার দাবি জানান ফজলে হোসেন বাদশা।










