চতুর্থবার বিয়ে করতে চলেছেন অভিনেত্রী প্যারিস হিলটন। ১৭ ফেব্রুয়ারি নিজের ৪০ তম জন্মদিন পালন করেছেন এই মডেল-অভিনেত্রী। সেদিনই তিনি ঘোষণা করেন ব্যবসায়ী কার্টার রিয়ামের সঙ্গে এনগেজমেন্টের কথা।
হিলটন হোটেলের প্রতিষ্ঠাতা কনরাড হিলটনের নাতনির মেয়ে হলেন প্যারিস। এনগেজমেন্টের পর যথেষ্ট আত্মবিশ্বাসী অভিনেত্রী। দাম্পত্য জীবন সুখের হবে বলে আশাবাদী তিনি।
প্যারিস বলেন, ’আমার নতুন সম্পর্ক ও কার্টারের সঙ্গে কাটানো সময় ঈশ্বরের দেওয়া উপহার। নতুন সম্পর্ক শুরুর আগে আমি অনেকটাই উত্তেজিত।‘
এর আগে তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্যারিস। কয়েকবছর আগে ক্রিস জিলকা, ২০০৫-এ প্যারিস লাটসিস ও ২০০৩ সালে জেসন শ‘র সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মডেল-অভিনেত্রী। কিন্তু সেসব সম্পর্ক স্থায়ী হয়নি। ২০০৪ সালে ‘ওয়ান নাইট ইন প্যারিস’ নামে একটি ভিডিও প্রকাশিত হওয়ার পরই চর্চায় চলে আসেন প্যারিস হিলটন।










