বিজনেসটুডে২৪ ডেস্ক
বিশ্বের সেরা ১০ ধনকুবেরের তালিকা থেকে ছিটতে পড়লেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গ। ২০১৫ সাল থেকে একটানা তিনি এই তালিকায় ছিলেন।
ফেসবুক ব্যবহারকারির সংখ্যা কমে যাওয়ায় জুকারবার্গের সম্পদ কমে গেছে। শেষ ৩ মাসে মেটার মুনাফা কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮ শতাংশ। এ সময়ে মুনাফা হয়েছে ১০.৩ বিলিয়ন ডলার।
মুনাফা কমে যাওয়ায় শেয়ার বাজারে তাদের শেয়ার দরে ব্যাপক পতন হয়েছে। একদিনে প্রায় ২২ শতাংশ দর কমে গেছে। এতে সংস্থাটির সম্পদ মূল্য রাতারাতি ১৯,৫০০ কোটি মার্কিন ডলার হ্রাস পেল। একদিন আগে এর পরিমাণ ছিল ১২,০৬০ কোটি মার্কিন ডলার।
দুই মাসে ফেসবুক প্রায় ১০ লাখ ব্যবহারকারি হারিয়েছে। ১৭ বছর পর এই প্রথম এত ব্যবহারকারি কমে গেল।










