মোঃ নুরুজ্জামান হোসেন হিলি ( দিনাজপুর ) থেকে: মহান স্বাধীনতা যুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাথা ” মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয আজ বৃহস্পতিবার হিলিতে।
হাকিমপুর পৌরসভার আয়োজনে পৌরসভা কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেয়র জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা নাগরিক কমিটির আহবায়ক আলহাজ্ব শামসুল হুদা খাঁন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মন্ডল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ টুকুসহ পৌরসভার কাউন্সিলররা।
আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান গুলো তুলে ধরেন।










