Home সারাদেশ ভূষণছড়া আইডিয়াল কলেজে নবীন বরণ

ভূষণছড়া আইডিয়াল কলেজে নবীন বরণ

রাঙামাটি থেকে শাকিল মন্ডল: ভূষণছড়া আইডিয়াল  কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় ভূষণছড়া আইডিয়াল অস্থায়ী  কলেজ ক্যাম্পাসে  নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজের শিক্ষক ও প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের প্রথমে শিক্ষক ও শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। নবীন শিক্ষার্থীদের মাঝে মাক্স বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার সহ জনসচেতনতা মূলক কাজ করে কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন  কলেজের গৌরবের উজ্জ্বল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তারা বলেন, এখানে যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। কোনো রকম নেশার সঙ্গে নিজেকে না জড়ানোর আহ্বান জানান বক্তারা। সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।