বিজনেসটুডে২৪ ডেস্ক: দীর্ঘ ১৪ বছর পর বাংলা ছবিতে প্রত্যাবর্তন করলেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর পরিচালক সুমন ঘোষের ‘পুরাতন’ ছবির হাত ধরে । ছবিতে তাঁর মেয়ের ভূমিকায় অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ।
সম্প্রতি আশি বছরের জন্মদিন পার করলেন শর্মিলা। এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন, ক্যানসারের সঙ্গে লড়াই করার পরেও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে যথেষ্ট সাবধানে থাকতে হয়েছে তাঁকে। ‘পুরাতন’ ছবির অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি গণমাধ্যমকে বলেছেন, “ঋতু খুব পেশাদার মানুষ। আমি কেন, সেটে সকলেই ওর প্রশংসা করছিল। ও সবটা দেখেশুনে রেখেছিল বলে নিয়মানুবর্তিতা ছিল সেটে। তবে প্রযোজকের বাইরেও ও সহ-অভিনেত্রী হিসাবে দুর্দান্ত। আমি ওকে পছন্দ করি।

শর্মিলা ঠাকুর অভিনীত ‘পুরাতন’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শুক্রবার। ঋতুপর্ণা সেনগুপ্ত ছবির প্রযোজক। ছবিতে অভিনয়ের পাশাপাশি এই ছবি প্রযোজনার দায়িত্বও তাঁর কাঁধে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও প্রশংসা পেলেন ঋতুপর্ণা। শর্মিলা ঠাকুর জানালেন, নিপুনভাবে সব দায়িত্ব পালন করেছেন ঋতুপর্ণা৷
পুরাতন সব কিছুই প্রিয়, তবে পুরাতনের সঙ্গে নতুনকেও যথাযথ ভালোবাসতে হবে। কলকাতাকে মিস করেন। মিস করলেই কলকাতায় আসেন। এখনও এখানকার সব এখনও একই আছে সত্যজিতের অপর্ণার কাছে। সত্যজিৎ রায়ের ছবি করার পর থেকেই সমসাময়িক বাংলা ছবির পরিচালকেরা তাঁকে ছবিতে নেওয়ার কথা ভাবতে শুরু করেন। আমায় খুব একটা কষ্ট করতে হয়নি। পুরাতনের রিলিজে এসে কথায় কথায় সে কথাও জানালেন অভিনেত্রী।
সুমন ঘোষের ফ্রেমে মা-মেয়ের রসায়ন বহুল প্রশংসিত হয়েছে বিদেশের মাটিতেও। এবার ‘পুরাতন’ নিয়ে মুগ্ধ প্রিয়াংকা চোপড়া । শুক্রবার সকালে মার্কিন মুলুক থেকে সোশ্যাল মিডিয়ায় সিনেমায় শর্মিলা-ঋতুপর্ণার এক দৃশ্য শেয়ার করে প্রশংসায় ভরালেন অভিনেত্রী।

সুমন ঘোষের ‘পুরাতন’ ছবি হল, অতীত-বর্তমানকে এক করে দেওয়ার গল্প। গল্পে মা-মেয়ের সমীকরণ, সম্পর্কের আবেগ স্পর্শ করবে যে কোনও নারীর হৃদয়কে। এমন আবেগপ্রবণ গল্প মন ছুঁয়েছে দেশি গার্লকেও।
প্রিয়াংকার প্রশংসায় আপ্লুত সিনেমার প্রযোজক তথা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রিয়াংকার সমর্থন এবং উৎসাহ ‘পুরাতন’-এর পুরো টিমের কাছে মূল্যবান বলে জানান ঋতুপর্ণা।










