Home First Lead ড্রোন শোয়ে ফুটে উঠল জুলাই অভ্যুত্থানের চিত্র

ড্রোন শোয়ে ফুটে উঠল জুলাই অভ্যুত্থানের চিত্র

ড্রোন শো

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে এবারের বাংলা নববর্ষ উদযাপনে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন শো। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সর্ববৃহৎ ড্রোন শো প্রদর্শিত হয়েছে। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই ড্রোন শো আয়োজন করা হয়।

আজ সোমবার সন্ধ্যা ৭টায় শুরু হয় এ ড্রোন শো। এতে বিভিন্ন প্রতিকৃতির মাধ্যমে তুলে ধরা হয় ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কাল। দেখানো হয় ‘২৪-এর বীর’, পায়রার খাঁচা ভাঙা থিম, ফিলিস্তিনের জন্য প্রার্থনা এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা।

ড্রোন শোতে উপস্থিত সাধারণ জনগণ মুগ্ধ হয়ে দেখেছেন বুক চিতিয়ে দাঁড়ানো আন্দোলনকারী আবু সাঈদ, পানির বোতল হাতে শহিদ মুগ্ধকে। এ ছাড়া জুলাই আন্দোলনের প্রসঙ্গ ও গণঅভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদও শোতে স্থান পেয়েছে প্রতীকীভাবে।