চট্টগ্রাম: নববর্ষকে বরণ করতে পটিয়া উপজেলার ইন্দ্রপুলবাইপাস গোল চত্বর থেকে বিশাল আনন্দ শোভাযাত্রা বের করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। শোভাযাত্রাটি পটিয়া দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় হাতি, গোড়া গাড়ি, বাঙলার ঐতিহ্য সম্বলিত রং বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে চট্টগ্রাম বিএনপির দক্ষিণ জেলা, উপজেলা, পৌরসভা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের হাজার হাজার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
নববর্ষকে বরণ করতে উপলক্ষে দক্ষিণ জেলা বিএনপির বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল দেশে অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন,পুলিশ-প্রশাসনের রদবদল, বিচার বিভাগ পুণরুদ্ধারসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় দ্রুত সংস্কার করে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন দেয়া। যা ইতিমধ্যে মোটামুটি সংস্কার করা হয়েছে। এখন এ সরকারের দায়িত্ব হচ্ছে গণমানুষের মনের কথা শুনা। শেখ হাসিনার কানে গণমানুষের কথা পৌছায়নি বলেই তাকে পালিয়ে যেতে হয়েছে মন্তব্য করে তিনি বলেন, যারা গণমানুষের মনের কথা শুনবেনা তাদের পরিণতি হবে হাসিনার মতোই।
সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা এদেশের মানুষকে নিজের মতো করে সংস্কৃতি- ঐতিহ্য পালন ও চর্চা করতে দেয়নি। তারা সর্বক্ষেত্রে ফ্যাঁসিবাদ ব্যবস্থা কায়েম করেছে। সবকিছু আওয়ামীলীগের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে।
স্বাগত বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, ফ্যাঁসিবাদের পতন ঘটিয়ে বাংলার মানুষ আজ মুক্তির আনন্দে মেতেছে। যা শোভাযাত্রায় স্পষ্টভাবে ফুটে উঠেছে।
-সংবাদ বিজ্ঞপ্তি










