Home আন্তর্জাতিক ভয়ঙ্কর মাদকের বিশাল চালান আটক গুজরাট উপকূলে

ভয়ঙ্কর মাদকের বিশাল চালান আটক গুজরাট উপকূলে

বিজনেসটুডে২৪ ডেস্ক: ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং গুজরাটের এন্টি টেরোরিস্ট গুজরাট এটিএস-এর  যৌথ অভিযানে ৩০০ কেজি মাদক উদ্ধার হল। মাদকগুলি মেথামফেটামিন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।   মাদকের  বর্তমান বাজার মূল্য ১,৮০০ কোটি রুপি। এমনটাই জানিয়েছে উপকূল রক্ষা বাহিনী।

১২ এপ্রিল রাতে শুরু হয়ে ১৩ এপ্রিল ভোররাতে শেষ হওয়া এই অভিযান চালানো হয় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। সন্দেহভাজন একটি বিদেশি মাছ ধরার নৌকা, নিরাপত্তা বাহিনীর জাহাজ দেখে মাদকভর্তি প্যাকেট সমুদ্রে ফেলে পালিয়ে যায়। পরে ডাইভার ও নৌ বাহিনীর সদস্যরা  তল্লাশি চালিয়ে প্যাকেটগুলি উদ্ধার করেন।উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, গভীর রাতে আরব সাগরে আন্তর্জাতিক জলসীমার কাছে যৌথ অভিযান চালানো হয়। উপকূলরক্ষী বাহিনীর জাহাজ দেখতে পেয়ে মাদক পাচারকারীরা পালানোর চেষ্টা করেন। ওই সময়ে তাঁরা মাদকের প্যাকেটগুলি সমুদ্রে ফেলে দেন এবং আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে পালিয়ে যান। পরে ওই মাদক উদ্ধার করে গুজরাত পুলিশের সন্ত্রাস দমন শাখার হাতে তুলে দেয় উপকূলরক্ষী বাহিনী।

গত কয়েক বছরে এই অঞ্চলে একের পর এক বিশাল মাদক উদ্ধারের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একটি ইরানি নৌকা থেকে ৩৩০০ কেজি মাদক উদ্ধার হয়, যার মূল্য ছিল ২০,০০০ কোটিরও বেশি। একই বছরের নভেম্বরে আরও ৭০০ কেজি মেথামফেটামিন ধরা পড়ে আরব সাগরে।
গুজরাট বর্তমানে ভারতের মাদক বিরোধী অভিযানের এক গুরুত্বপূর্ণ ময়দান হয়ে উঠেছে।