Home পরিবেশ অজগর খেয়ে হজম হলো না বাঘের, শেষে ঘাস খেল!

অজগর খেয়ে হজম হলো না বাঘের, শেষে ঘাস খেল!

বিজনেসটুডে২৪ ডেস্ক: উত্তরপ্রদেশের পিলিভিট টাইগার রিজার্ভে সম্প্রতি পর্যটকরা এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হলেন। রয়্যাল বেঙ্গল টাইগার ও অজগর সাপের এই অদ্ভুত মেলবন্ধন রীতিমতো চমকে দিয়েছে সবাইকে। এক মিনিটেরও বেশি দীর্ঘ একটি ভিডিওতে দেখা গেছে, একটি বাঘ রাস্তা পার হয়ে আসে এবং একটি মৃত অজগর সাপের গায়ে থাবা মারে। এরপর শুরু হয় তার অদ্ভুত আচরণ।

বাঘটি সাপটি খাওয়ার চেষ্টা করলেও কিছুক্ষণ পরেই তার শরীর খারাপ হতে থাকে। বমি করতে দেখা যায় তাকে। তারপর, সবাইকে অবাক করে দিয়ে সেই বাঘটি ঘাস খাওয়া শুরু করে—যা একেবারেই অস্বাভাবিক একটি দৃশ্য।

এই অনন্য মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন কিছু পর্যটক, যারা সেই সময় সেখানে ছিলেন। সামাজিক মাধ্যমে তারা ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘শের কো ঘাস খাতে দেখা হ্যায় কিসিনে?’ — অর্থাৎ, “বাঘকে ঘাস খেতে দেখেছেন কেউ?”

বাঘটি আদৌ অজগরটিকে শিকার করেছিল কি না, তা স্পষ্ট নয়। তবে বিশেষজ্ঞদের মতে, হয়তো বাঘটি অজগরটির পচন ধরা মাংস খেয়েছিল এবং তা হজম না হওয়ায় এমন প্রতিক্রিয়া দেখা দেয়। ঘাস খাওয়ার মাধ্যমে সে নিজের হজমতন্ত্র পরিষ্কার করার চেষ্টা করছিল, যেটি অনেক পশুর ক্ষেত্রেই দেখা যায়।

এই ব্যতিক্রমী দৃশ্য প্রকৃতির অজানা অধ্যায়গুলির আরও এক নতুন জানালার হদিস দিল বলেই মনে করছেন বন দফতরের আধিকারিকরা।