২০২৫ সাল শ্রাবন্তীর জন্য নিঃসন্দেহে ব্যতিক্রমী। একের পর এক ছবির মুক্তি, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো প্রভাবশালী পরিচালকের সঙ্গে প্রথম কাজ এবং উইন্ডোজ প্রযোজনা সংস্থার সঙ্গে বহু কাঙ্ক্ষিত অভিষেক—সব মিলিয়ে শ্রাবন্তীর ক্যারিয়ার যেন নতুন মোড় নিচ্ছে। ‘আমার বস্’ ছবিতে শিবপ্রসাদের সঙ্গে তাঁর জুটি নিয়ে ইতিমধ্যেই দর্শক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
“আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হল—উইন্ডোজ-এর সঙ্গে কাজ, শিবুদাকে সহ-অভিনেতা, পরিচালক এবং প্রযোজক
শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
হিসেবে পাওয়া,” — শ্রাবন্তী।
🌟 নায়িকা থেকে তারকা: পুরনো জুটি, নতুন রসায়ন
শ্রাবন্তী স্মরণ করিয়ে দেন যে, দেব, জিৎ ও সোহম—তিন সুপারস্টারদের সঙ্গে তাঁর প্রতিটি জুটি দর্শকপ্রিয় হয়েছে। শিবপ্রসাদের সঙ্গে তাঁর নতুন রসায়ন নিয়েও তিনি আশাবাদী। ‘খোলা পিঠে কবিতা লেখা’-র মতো দৃশ্য ঘিরে চলা আলোচনাকে শ্রাবন্তী নিজেই স্বীকার করে নিয়েছেন ‘রোমাঞ্চকর’ হিসেবে।
🎭 রাখি গুলজ়ার: এক অনুপ্রেরণার নাম
‘আমার বস্’-এ শ্রাবন্তীর শাশুড়ি চরিত্রে আছেন রাখি গুলজ়ার। শ্রাবন্তীর চোখে, তিনি শুধুই অভিনেত্রী নন, এক চলন্ত শিক্ষালয়। সেটে তাঁর ব্যবহার ও সহানুভূতি কাজের পরিবেশকে বদলে দেয়। শ্রাবন্তী মজা করেই জানান, রাখির সামনে এখনও তাঁর মিমিক্রি দেখানোর সাহস হয়নি!
🧡 শাশুড়ি-বউমার ‘ফাটাফাটি’ রসায়ন
সিনেমায় রাখি ও শ্রাবন্তীর রসায়ন লঙ্কার ঝাঁজ না হয়ে বরং নলেন গুড়ের মতো মিষ্টি, জানালেন শ্রাবন্তী। এখানে কোনও শাশুড়ি-বউমার লড়াই নেই, বরং আছে এক আন্তরিক সম্পর্ক।
🎬 গয়নার বাক্স, বুনো হাঁস… আর কী হবে ভবিষ্যৎ?
অনেকে মনে করেন, শ্রাবন্তী মূলত বাণিজ্যিক ছবির নায়িকা। কিন্তু তিনি মনে করিয়ে দেন, ‘গয়নার বাক্স’, ‘উমা’, ‘বুনো হাঁস’-এর মতো ভিন্ন ধারার কাজও তাঁর ঝুলিতে আছে। তিনি বলেন, “সবুরে মেওয়া ফলে”—নিজেকে সময় দিতে চান, কারণ তাঁর বিশ্বাস, ভবিষ্যতেও এমন কাজ আসবে।
🆕 নতুন নায়িকারা কোথায়?
শ্রাবন্তী অকপটে স্বীকার করেন, এখন আর আগের মতো বাণিজ্যিক ছবির জোয়ার নেই। সেই কারণেই নতুন মুখদের সুযোগ পেতে সময় লাগছে। তবে তিনি আশাবাদী—“ভাল ছবি হলে ভাল অভিনেত্রীদের জায়গা হবেই।”