Home জাতীয় সেলফির মধুর মুহূর্তে থেমে গেল দুই তরুণ-তরুণীর প্রাণের যাত্রা

সেলফির মধুর মুহূর্তে থেমে গেল দুই তরুণ-তরুণীর প্রাণের যাত্রা

রেললাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন মাসুম ও ইতি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় রেললাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন তরুণ মাসুম (২৫) ও তরুণী ইতি আক্তার (২২)। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনাটি যেন পুরো এলাকাজুড়ে নেমে এনেছে শোকের ছায়া।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাস্থলেই ইতি আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত মাসুমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মাসুম ও ইতি দক্ষিণখান এলাকায় বসবাস করতেন। জীবিকার তাগিদে দুজনেই সম্প্রতি গ্রাম ছেড়ে ঢাকায় আসেন। মাসুমের বাড়ি ময়মনসিংহে আর ইতির বাড়ি নেত্রকোনায়। পরিচিতির সূত্র ধরে তারা একসঙ্গে সময় কাটাতে উত্তরার আজমপুর এলাকায় ঘুরতে গিয়েছিলেন।

শনিবার সন্ধ্যায়, যখন কমলাপুর থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেন আজমপুর অতিক্রম করছিল, তখন রেললাইনের উপর দাঁড়িয়ে মুঠোফোনে স্মৃতি ধরে রাখার চেষ্টায় ছিলেন এই দুই তরুণ-তরুণী। কিন্তু মুহূর্তের ভুলে তারা আর সরতে পারেননি মৃত্যুর পথ থেকে। ট্রেনের ধাক্কায় চিরতরে থেমে যায় তাদের জীবনযাত্রা।

এই মর্মান্তিক দুর্ঘটনা আরও একবার স্মরণ করিয়ে দিল, জীবনের মুহূর্তগুলো যতই মধুর হোক না কেন, সাবধানতার বিকল্প কিছু নেই। তরুণ বয়সের উচ্ছ্বাস কখনো কখনো ভয়াবহ পরিণতি ডেকে আনে, যার দায় বয়ে বেড়াতে হয় পরিবার, সমাজ ও পুরো মানবতার ওপর।

রেলওয়ে পুলিশ ঘটনার তদন্ত করছে। একই সঙ্গে রেললাইন সংলগ্ন এলাকায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে প্রশাসন।