Home আন্তর্জাতিক তরুণ উদ্যোক্তাদের জন্য সুখবর: চীনে ব্যবসা শুরুতে ছাড় ও সহায়তা

তরুণ উদ্যোক্তাদের জন্য সুখবর: চীনে ব্যবসা শুরুতে ছাড় ও সহায়তা

সংগৃহীত ছবি

তরুণ গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানে বড় পদক্ষেপ, একাধিক আর্থিক প্রণোদনা ঘোষণা

বিজনেসটুডে২৪ ডেস্ক: বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে সদ্য পাস করা তরুণদের কর্মসংস্থান এবং উদ্যোক্তা কর্মকাণ্ডে উৎসাহ দিতে ২০২৫ সালে বড়সড় পদক্ষেপ নিয়েছে চীন সরকার। মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা, শিক্ষা এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে ১৭ দফার একটি নির্দেশনা প্রকাশ করেছে, যেখানে নীতিগত ও আর্থিক প্রণোদনার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও চাকরি সহায়তার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

চীনা সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর দেশটিতে রেকর্ডসংখ্যক ১ কোটি ২২ লাখ শিক্ষার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করবে, যা গত বছরের তুলনায় প্রায় ৪ লাখ ৩০ হাজার বেশি। এই বিশাল সংখ্যক তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করাই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার।

কী থাকছে নতুন নীতিতে?

  • যেকোনো সামাজিক সংস্থা যদি নতুন গ্র্যাজুয়েট, দুই বছরের মধ্যে চাকরি না পাওয়া গ্র্যাজুয়েট অথবা ১৬ থেকে ২৪ বছর বয়সী বেকার তরুণদের নিয়োগ করে, তবে নিয়োগপ্রাপ্ত প্রতি কর্মীর জন্য ১,৫০০ ইউয়ান (প্রায় ২০৬ ডলার) ভর্তুকি পাবে। শর্ত, তাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে সামাজিক নিরাপত্তা সুবিধা নিশ্চিত করতে হবে। এই সুবিধা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

  • সরকারি মালিকানাধীন কোম্পানিগুলো তরুণ গ্র্যাজুয়েটদের নিয়োগে অতিরিক্ত মূলধনী সহায়তা পাবে। এ ব্যবস্থা কার্যকর থাকবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

  • তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিতে স্টার্টআপ জোনে প্রবেশের নিয়ম শিথিল করা হবে। উদ্যোক্তাদের জন্য কম সুদের ঋণ, কর ছাড় ও বিনামূল্যে পরামর্শ পরিষেবার ব্যবস্থাও থাকবে।

  • সরকার ১,০০০টি সাব-মেজর এবং ১,০০০টি পেশাগত দক্ষতা প্রশিক্ষণ কোর্স চালু করবে। তথ্য প্রযুক্তি, আধুনিক উৎপাদন, সবুজ অর্থনীতি এবং ডিজিটাল পরিষেবাসহ নতুন শিল্পক্ষেত্রে দক্ষতা বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

  • গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয় করে ইন্টার্নশিপের সুযোগ আরও বাড়ানো হবে। লক্ষ্য, তরুণদের বাস্তব দক্ষতা অর্জনে সহায়তা করা।

  • কর্মসংস্থান পরিষেবার অংশ হিসেবে ক্যারিয়ার কাউন্সেলিং, চাকরি মেলা, অনলাইন ও অফলাইন ইন্টার্নশিপ সুবিধা প্রদান করা হবে।

আরও পরিকল্পনা:

চীনের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও দায়িত্ব নিতে হবে, যাতে তারা নিজেদের গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের হার বাড়াতে সক্রিয়ভাবে সহায়তা করে। এক্ষেত্রে ক্যাম্পাস রিক্রুটমেন্ট ইভেন্ট, কর্মসংস্থান মেলা ও ক্যারিয়ার গাইডেন্স বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে অর্থনৈতিক ধীরগতির প্রেক্ষিতে চীনের এই পদক্ষেপ তরুণদের বেকারত্ব কমাতে বড় ভূমিকা রাখবে। বিশেষ করে প্রযুক্তি ও সবুজ শিল্পে চীনের প্রবৃদ্ধি পরিকল্পনার সঙ্গে এই নীতিগুলো সামঞ্জস্যপূর্ণ।