Home আন্তর্জাতিক টাইম চার্টার-আউট বাজারে নেতৃত্বে থাকার পরিকল্পনায় আরসিএল

টাইম চার্টার-আউট বাজারে নেতৃত্বে থাকার পরিকল্পনায় আরসিএল

বিজনেসটুডে২৪ ডেস্ক: থাইল্যান্ডভিত্তিক কনটেইনার শিপিং প্রতিষ্ঠান রিজিওনাল কনটেইনার লাইনস পাবলিক কোম্পানি লিমিটেড তাদের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী চারটি নতুন কনটেইনার জাহাজ ক্রয়ের পরিকল্পনা করেছে।

প্রতিষ্ঠানটির সিঙ্গাপুর-ভিত্তিক সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি আরসিএল পিটিই. লিমিটেড এই জাহাজগুলো কিনছে। ২০২৫ সালের ১৩ মার্চ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে জানানো হয়, দুটি ১১,০০০ টিইইউ ধারণক্ষমতা সম্পন্ন জাহাজ এবং দুটি ৪,৪০০ টিইইউ ধারণক্ষমতা সম্পন্ন জাহাজ কেনা হবে।

ডেলিভারি সময়সূচি অনুযায়ী, ১১,০০০ টিইইউ জাহাজ দুটি ২০২৭ সালের শেষ নাগাদ ডেলিভারি হবে এবং ৪,৪০০ টিইইউ জাহাজ দুটি ২০২৭ সালের শেষভাগ ও ২০২৮ সালের শুরুতে হস্তান্তর করা হবে।

যদিও কোম্পানি বাণিজ্যিক কারণে জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেনি, তবে জানানো হয়েছে, এই নির্মাতারা চীনের সুপরিচিত ও বিশ্বস্ত শিপইয়ার্ড।

মূল্য সংক্রান্ত তথ্য অনুযায়ী, প্রতি ১১,০০০ টিইইউ জাহাজের ক্রয়মূল্য ১২৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৪,২৫৯ মিলিয়ন থাই বাথ।প্রতি ৪,৪০০ টিইইউ জাহাজের মূল্য ৫৯.৭ মিলিয়ন ডলার বা প্রায় ২,০৩৪ মিলিয়ন থাই বাথ।

আরসিএলের পক্ষ থেকে এক্সচেঞ্জ ফাইলিং-এ জানানো হয়, “এই বিনিয়োগের মাধ্যমে আমরা আমাদের বহরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন বাজারে প্রবেশ এবং বিদ্যমান নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে চাই। এটি আমাদের টাইম চার্টার-আউট (TC-Out) বাজারেও দীর্ঘমেয়াদে স্থায়িত্ব দেবে, যেখানে বর্তমানে চাহিদা অনেক বেশি।” আরও বলা হয়, “এই বিনিয়োগ আমাদের ভবিষ্যৎ টেকসই প্রবৃদ্ধির ভিত্তি হিসেবে কাজ করবে।”