Home বিনোদন লন্ডনের আলো থেকে বলিউডের অন্ধকারে, যেভাবে থেমে গেল হানিয়ার পথ

লন্ডনের আলো থেকে বলিউডের অন্ধকারে, যেভাবে থেমে গেল হানিয়ার পথ

হানিয়া আমির। ছবি সংগৃহীত

নিষেধাজ্ঞার জেরেই ‘সর্দার থ্রি’ থেকেও বাদ পড়েছেন হানিয়া আমির। প্রযোজক সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই অন্য একজন অভিনেত্রীর খোঁজ শুরু হয়েছে। বলিউডে পা রাখার একেবারে দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে ছিলেন হানিয়া, কিন্তু বাস্তব রাজনীতির ধাক্কায় আবারও প্রমাণ হল, উপমহাদেশে সাংস্কৃতিক আদানপ্রদান এখনও অত্যন্ত ভঙ্গুর। ফ্যান গার্ল থেকে নায়িকা হয়ে ওঠার গল্পটা আপাতত স্থগিত থাকল হানিয়ার জন্য।

বিজনেসটুডে২৪ ডেস্ক: গত অক্টোবরে লন্ডনে পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে চমকে দিয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। স্টেজে উঠে দিলজিতের জনপ্রিয় গান ‘লাভার’-এ মুগ্ধ হয়ে নেচে উঠেছিলেন তিনি, আর সেই মুহূর্তকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল গোটা ভেন্যু। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয় সেই ‘ফ্যান গার্ল’ মুহূর্ত।

ওই ঘটনার পরে বলিউডে তাঁর অভিষেকের সম্ভাবনা নিয়ে গুঞ্জন ছড়ায়। খবর মেলে, দিলজিতের সঙ্গেই ‘সর্দার থ্রি’ ছবিতে স্ক্রিন শেয়ার করতে চলেছেন হানিয়া। পাকিস্তানের তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ হানিয়া আমির এই সুযোগকে ঘিরে ছিলেন দারুণ আশাবাদী।

হানিয়া আমির। ছবি সংগৃহীত

হানিয়ার পেশাগত যাত্রা শুরু ২০১৬ সালে, ‘জনান’ ছবির মাধ্যমে। এর পর থেকেই তিনি টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজে একের পর এক সাফল্য পেয়েছেন। ‘Parwaaz Hai Junoon’, ‘Ishqiya’, ‘Mere Humsafar’, ‘Mujhe Pyaar Hua Tha’ প্রভৃতি সিরিয়াল ও সিনেমায় প্রাণবন্ত উপস্থিতির জন্য তিনি বিশেষভাবে পরিচিত। রোম্যান্টিক ও কমেডি চরিত্রে তাঁর স্বাচ্ছন্দ্য, চঞ্চলতা আর আধুনিক নারীর প্রতিচ্ছবি হয়ে ওঠার কারণে তরুণ দর্শক মহলে তিনি বিশেষভাবে জনপ্রিয়। TikTok ও Instagram-এ তাঁর ফলোয়ার সংখ্যা লাখেরও বেশি।

কিন্তু সেই বলিউড-যাত্রা আপাতত বন্ধ হয়ে গেল রাজনৈতিক সিদ্ধান্তের কারণে। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গিহানায় প্রাণ হারান ২৬ জন নিরীহ পর্যটক। হামলার পর ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ করা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। উত্তপ্ত জনমত এবং নিরাপত্তা ভাবনা মাথায় রেখে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণে সব প্রজেক্ট স্থগিত রাখার নির্দেশ দেয়। এর ফলে থমকে যায় ফাওয়াদ খান অভিনীত ‘আবির গুলাল’ ছবির মুক্তিও।

আর সেই নিষেধাজ্ঞার জেরেই ‘সর্দার থ্রি’ থেকেও বাদ পড়েছেন হানিয়া আমির। প্রযোজক সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই অন্য একজন অভিনেত্রীর খোঁজ শুরু হয়েছে। বলিউডে পা রাখার একেবারে দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে ছিলেন হানিয়া, কিন্তু বাস্তব রাজনীতির ধাক্কায় আবারও প্রমাণ হল, উপমহাদেশে সাংস্কৃতিক আদানপ্রদান এখনও অত্যন্ত ভঙ্গুর। ফ্যান গার্ল থেকে নায়িকা হয়ে ওঠার গল্পটা আপাতত স্থগিত থাকল হানিয়ার জন্য।