বিজনেসটুডে২৪ ডেস্ক: সৌদি আরবের মক্কায় কাবা শরিফের চারপাশের সাদা মার্বেলের মতাফ চত্বরে এক বিরল দৃশ্যের অবতারণা হয়েছে। সাধারণত যেখানে হাজার হাজার তাওয়াফরত মুসল্লিদের ভিড় লেগেই থাকে সেখানে মঙ্গলবার ছিল একপ্রকার শূন্যতা।
এইদিন ছিল হজ মৌসুম ২০২৫-এর আনুষ্ঠানিক শুরু এবং একইসঙ্গে উমরাহ মৌসুমের শেষ দিন। কেবলমাত্র সীমিতসংখ্যক বিদেশি হজযাত্রী যারা ওইদিনই সৌদি আরবে পৌঁছেছেন তাদেরকে তাওয়াফ করতে দেখা যায়।
মাতাফ হলো মক্কার মসজিদুল হারাম এ অবস্থিত কাবা শরিফের চারপাশে ঘিরে থাকা সাদা মার্বেলের খোলা চত্বর। এখানে হজ ও উমরাহর সময় তাওয়াফ (কাবার চারদিকে সাতবার ঘোরা) সম্পাদন করতে হয়। এটি হজ ও উমরাহর অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং ইসলামী আচার অনুষ্ঠানের এক অপরিহার্য অংশ।
এই অস্বাভাবিক ফাঁকা পরিবেশের মূল কারণ হলো সৌদি সরকার কর্তৃক ঘোষিত নতুন নির্দেশনা। ২৯ এপ্রিল থেকে হজ শেষ না হওয়া পর্যন্ত যাদের কাছে হজ ভিসা নেই বা মক্কায় কাজ কিংবা বাসস্থানের অনুমতি নেই তাদের জন্য মক্কায় প্রবেশ এবং থাকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, হজ মৌসুম চলাকালে মক্কায় কোনো হোটেল, হোস্টেল বা ট্রাভেল এজেন্সি যেন নন-হজ ভিসাধারীদের জন্য বুকিং না নেয় সেই নির্দেশনা কার্যকর হয়েছে।
এছাড়া গত ২৩ এপ্রিল থেকেই পাস ছাড়া মক্কায় কোনো প্রবাসীর প্রবেশ নিষিদ্ধ করেছে পাবলিক সিকিউরিটি অধিদফতর। একইসঙ্গে ‘নুসুক’ অ্যাপ ব্যবহার করে উমরাহ পারমিট দেওয়া স্থগিত রয়েছে ১৪ জিলহজ পর্যন্ত।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, মঙ্গলবার ছিল চলতি মৌসুমে উমরাহযাত্রীদের সৌদি আরব ত্যাগের শেষ দিন। এখন থেকে শুধু হজ ভিসাধারী ও নির্ধারিত পারমিটধারীরাই মক্কায় প্রবেশ করতে পারবেন।
হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং পবিত্র হজের আহকাম পালনকে নির্বিঘ্ন করা এইসব ব্যবস্থার উদ্দেশ্য।