বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আজ ১ মে, মহান মে দিবস। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে মহান মে দিবস। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে সংঘটিত রক্তাক্ত আন্দোলনের স্মরণে বিশ্বব্যাপী পালিত হয় এ দিবস।
“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার পালিত হচ্ছে মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামী ইতিহাসকে স্মরণ করে এদিনকে শ্রমিকদের আত্মত্যাগ, ঐক্য ও মর্যাদার প্রতীক হিসেবে পালন করা হয়।
এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক বাণীতে বলেন, “মে দিবস কেবল একটি দিন নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের অনুপ্রেরণার উৎস।” তিনি শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক। তাঁদের যৌথ প্রচেষ্টাই একটি আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে।”
ড. ইউনূস আরও বলেন, “বাংলাদেশের অর্থনীতির প্রাণখাতগুলো—পোশাক শিল্প, কৃষি, নির্মাণ, প্রযুক্তি, পরিবহন—সব ক্ষেত্রেই শ্রমিক ও মালিকের সম্মিলিত পরিশ্রম দেশের উন্নয়নকে এগিয়ে নিচ্ছে। একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে হলে এই ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধা আরও জোরদার করতে হবে।”
মে দিবস উপলক্ষে রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ। অন্যদিকে, সকাল ৯টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ শ্রমিক সংগঠন, শ্রমিক কল্যাণ ফেডারেশন।
দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে—র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শ্রমজীবী মানুষের প্রতি সম্মান জানানো