Home বিনোদন মেহবিশ হায়াত: পর্দার সাহসী নারী থেকে বাস্তব জীবনের দৃপ্ত কণ্ঠস্বর

মেহবিশ হায়াত: পর্দার সাহসী নারী থেকে বাস্তব জীবনের দৃপ্ত কণ্ঠস্বর

মেহবিশ হায়াত। ছবি সংগৃহীত


বিজনেসটুডে২৪ ডেস্ক: পাকিস্তানি চলচ্চিত্রের বর্তমান প্রজন্মে এক সাহসী ও প্রতিভাবান নাম—মেহবিশ হায়াত। শুধুমাত্র গ্ল্যামার বা বাণিজ্যিক সফলতা নয়, একজন শিল্পী হিসেবে সমাজে তাঁর প্রভাব, সাহসী অবস্থান ও আন্তর্জাতিক স্বীকৃতি তাঁকে আলাদা করে তুলেছে। অভিনয়, নৃত্য, সংগীত—সব শাখায় দাপটের সঙ্গে কাজ করে যাওয়া এই অভিনেত্রী নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা।

১৯৮৮ সালের ৬ জানুয়ারি করাচিতে জন্ম নেওয়া মেহবিশ শোবিজ পরিবারেই বড় হয়েছেন। তাঁর মা রুখসার হায়াত একজন সাবেক টিভি অভিনেত্রী। শৈশব থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক থাকলেও ২০০৯ সালে নাটক ‘মান যাও না’ দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু হয়। তবে সিনেমায় তাঁর বড় যাত্রা শুরু হয় ২০১৪ সালের সুপারহিট ছবি ‘নামালুম আফরাদ’ দিয়ে।

পাকিস্তানি সিনেমার বাণিজ্যিক জাগরণে যেসব মুখ সামনে এসেছে, মেহবিশ হায়াত তাঁদের মধ্যে অগ্রগণ্য। তাঁর ‘পাঞ্জাব না যাউঙ্গি’, ‘লড ওয়েডিং’‘লন্ডন নয়ি জায়ুঙ্গি’ ছবিগুলো শুধু বক্স অফিসে সফলতাই নয়, দর্শকদের কাছেও বিশেষভাবে সমাদৃত। তাঁর সহজাত অভিনয়শৈলী, দৃঢ় উপস্থিতি ও নাচের দক্ষতা তাঁকে আলাদা জায়গা এনে দিয়েছে।

২০১৯ সালে পাকিস্তান সরকার তাঁকে ‘তমগা-ই-ইমতিয়াজ’ পদকে ভূষিত করে, যা দেশের জন্য বিশেষ অবদানের স্বীকৃতি। এ সম্মাননা তাঁকে শুধু তারকা নয়, বরং জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করে।

তবে মেহবিশ শুধু অভিনয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। নারীর ক্ষমতায়ন, নারী অধিকার এবং ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে তিনি সরব হয়েছেন আন্তর্জাতিক মঞ্চেও। সোশ্যাল মিডিয়ায় তাঁর দৃষ্টিভঙ্গি ও বক্তব্য প্রথাগত কণ্ঠগুলোর বাইরে, যা পাকিস্তানি মিডিয়ায় এক প্রকার সাহসিকতা হিসেবেই বিবেচিত হয়।

তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “একজন শিল্পী শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজকে প্রশ্ন করবার শক্তিশালী কণ্ঠস্বরও।” এই মনোভাবই তাঁকে একজন অভিনেত্রী থেকে একজন সমাজসচেতন নাগরিকে রূপান্তরিত করেছে।

বর্তমানে তিনি নতুন কিছু সিনেমা ও ওটিটি প্রজেক্ট নিয়ে কাজ করছেন। তাঁর অভিনয় যাত্রা যেমন বৈচিত্র্যময়, তেমনি ব্যক্তিত্বে আছে দৃঢ়তা ও দায়বদ্ধতা। পাকিস্তানি মিডিয়ার নারীকণ্ঠগুলোকে যারা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চান, তাঁদের মধ্যে মেহবিশ হায়াত নিঃসন্দেহে একটি উজ্জ্বল নাম।