বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ‘আল্লাওয়ালা’ হ্যাচারিতে আলী আকবর (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আলী আকবর স্থানীয় কুলিয়াপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ চুরির অভিযোগে নিরাপত্তা কর্মীরা আলী আকবরকে ধরে মারধর করে। পরে রাত ১টার দিকে তার মরদেহ উদ্ধার হয়। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হ্যাচারির মালিকের ছেলে ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজার জেলার সংগঠক রাইয়ান কাশেমকে গণপিটুনি দেয়। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের পরিবারের দাবি, আলী আকবরকে বাড়ি থেকে তুলে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা একে ‘পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করে হত্যার বিচার দাবি করছেন।
অন্যদিকে এনসিপি নেতা রাইয়ান কাশেম গণমাধ্যমে দাবি করেন, তাদের হ্যাচারিতে চুরির সময় আলী আকবরকে হাতেনাতে ধরা হয়। তিনি নিরাপত্তাকর্মীদের উপর হামলা করলে আত্মরক্ষায় পাল্টা আঘাত করে তারা, এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার পর কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হ্যাচারির নৈশপ্রহরী মোহাম্মদ হোসাইন, মো. মিজান, রাইয়ান কাশেম এবং তার চাচা তানভীর কাশেমকে আটক করে।
ওসি ইলিয়াস খান জানান, “ঘটনার তদন্ত চলছে। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আলী আকবরের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”
রাইয়ান কাশেম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সমন্বয়ক এবং এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেমের পুত্র।
পুলিশ জানায়, পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।