Home আন্তর্জাতিক ৫০০ বছর আগের পথে হজ! ইতিহাসে ফিরলেন তিন স্প্যানিশ মুসলিম

৫০০ বছর আগের পথে হজ! ইতিহাসে ফিরলেন তিন স্প্যানিশ মুসলিম

সংগৃহীত ছবি

বিজনেসটুডে২৪.কম ডেস্ক: সৌদি আরবের উত্তর সীমান্ত দিয়ে সম্প্রতি প্রবেশ করেছেন তিন স্প্যানিশ মুসলিম। তারা ঘোড়ায় চড়ে স্পেন থেকে শুরু করে প্রায় ৮,০০০ কিমি পথ পাড়ি দিয়েছেন হজ পালনের উদ্দেশ্যে। এই দীর্ঘ ও চ্যালেঞ্জিং যাত্রা তাদের আত্মিক সাধনার প্রতিফলন, আবার ইতিহাসের পুনর্জাগরণও বটে যেখানে তারা ৫০০ বছর আগের আন্দালুসি মুসলিমদের ঐতিহ্যবাহী হজ যাত্রাপথ পুনরুজ্জীবিত করেছেন।

এই তিনজন হলেন আব্দেলকাদের হারকাসি, আব্দাল্লাহ হেরনান্দেজ ও তারিক রদ্রিগেজ। ইসলাম গ্রহণের প্রায় ৩৫ বছর পর, তারা হজ করার সংকল্প নেন সেই পুরনো উপায়ে ঘোড়ায় চড়ে। তাদের সঙ্গে ছিলেন স্পেনে বসবাসকারী নির্মাণ প্রকৌশলী বুশাইব জাদিল, যিনি একটি গাড়ি চালিয়ে লজিস্টিক সহায়তা দিয়েছেন পুরো পথে।

যাত্রাটি শুরু হয় ২০২৪ সালের অক্টোবর মাসে, স্পেনের আল মোনাস্টার মসজিদ থেকে। এরপর তারা পাড়ি দেন ফ্রান্স, ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, সার্বিয়া, তুরস্ক, সিরিয়া ও জর্ডান হয়ে সৌদি আরবের আল-জওফ প্রদেশের কুরাইয়াত শহরে পৌঁছান ২০২৫ সালের ২ মে। সাত মাসের এই দুরূহ অভিযানে তারা অতিক্রম করেন বিভিন্ন দেশ, জলবায়ু ও সাংস্কৃতিক ব্যবধান।

কুরাইয়াতে পৌঁছানোর পর স্থানীয় প্রশাসন এবং জনগণ তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। আল-হাদিথা সেন্টারের প্রধান মামদুহ আল-মুতাইরি তাদেরকে স্বাগত জানান ও একটি স্বস্তিপূর্ণ ও সহজ হজ কামনা করেন।

আব্দাল্লাহ হেরনান্দেজ বলেন, “মক্কা ও মদিনা আমাদের হৃদয়ের খুব কাছের জায়গা। আমরা স্বপ্ন দেখেছি এ পথে হজ করার। আর তা শুধু শরীরের পথ নয়, এটা আত্মার যাত্রাও।” তিনি আরও বলেন, “আমরা প্রতিটি সীমান্ত অতিক্রমে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, বিশেষ করে যখন ঘোড়াগুলোকে ‘পরিবহন’ নয়, বরং ‘লাইভস্টক’ হিসেবে আমদানির অনুমতি নিতে হয়েছে।”

এই যাত্রা তাদের সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। মুসলিম ও অমুসলিম উভয়ের পক্ষ থেকেই  অভাবনীয় আতিথেয়তা পেয়েছেন বলে জানান তারা। স্থানীয় মুসলমানরা শুধু খাবার ও আশ্রয়ই দেননি, বরং ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়ার সুযোগও দিয়েছেন।

হজে যাওয়ার এই উপায় এখন অচল হলেও, তাদের প্রচেষ্টা প্রমাণ করেছে আত্মিক ইচ্ছা ও প্রস্তুতির মাধ্যমে ইতিহাসকে আবার জীবন্ত করা সম্ভব। হারকাসি বলেন, “আমরা কষ্ট করেছি, অর্থ জমিয়েছি, অনুশীলন করেছি এটা শুধু আমাদের হজ নয়, এটা ইতিহাসের প্রতীকও।”

-সূত্র আরব নিউজ