বিজনেসটুডে২৪ ডেস্ক: শ্রীষ্টি শ্রেষ্ঠা নেপালের চিতওয়ান জেলার নারায়ণঘাটে ১৮ অক্টোবর ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি ২০১২ সালে মিস চিতওয়ান ও মিস নেপাল শিরোপা অর্জন করে আন্তর্জাতিক মঞ্চে নেপালের প্রতিনিধিত্ব করেন। মিস ওয়ার্ল্ড ২০১২ প্রতিযোগিতায় তিনি কোয়ার্টার ফাইনালে পৌঁছান, যা নেপালের ইতিহাসে প্রথম। তিনি “পাবলিক চয়েস অ্যাওয়ার্ড”সহ “বিচ বিউটি” ও “মাল্টিমিডিয়া” বিভাগে শীর্ষ দশে স্থান পান ।
অভিনয় জগতে তার যাত্রা শুরু হয় ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত নেপালি চলচ্চিত্র ‘গজালু’ দিয়ে, যেখানে তিনি সুজাতা শাক্য চরিত্রে অভিনয় করেন । তিনি থিয়েটারেও কাজ করেছেন, শেক্সপিয়ারের ‘হ্যামলেট’ নাটকে ওফেলিয়া চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেন ।
শ্রীষ্টি শ্রেষ্ঠা পরিবেশ সংরক্ষণেও সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি WWF নেপালের “ইয়াং কনজারভেশন অ্যাম্বাসেডর” হিসেবে নিযুক্ত হন এবং স্নো লেপার্ড সংরক্ষণ প্রকল্পে অংশগ্রহণ করেন ।
তার ব্যক্তিগত জীবনে, তিনি ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত অভিনেতা সৌগত মাল্লার সঙ্গে সম্পর্কে ছিলেন ।
শ্রীষ্টি শ্রেষ্ঠা তার সৌন্দর্য, প্রতিভা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নেপালের নারীদের জন্য একটি অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।