বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আওয়ামী লীগকে নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শনিবার (১০ মে) বিকেল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে গণজমায়েত শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিলসহ সেখানে জড়ো হচ্ছেন।
বিকেল ৩টার দিকে শাহবাগে পৌঁছান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তাদের নেতৃত্বে ছাত্র-জনতা, রাজনৈতিক দলের কর্মী এবং আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
শাহবাগজুড়ে এখন স্লোগানে মুখরিত: ‘চারদিকে খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘চলছে লড়াই চলবে’। এসব স্লোগানে আন্দোলনকারীরা জানিয়ে দিচ্ছেন—তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।
বক্তারা বলছেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলটির দলগত বিচার অন্তর্ভুক্ত করা এবং জুলাই ঘোষণাপত্র জারি—এই তিন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পিছু হটবেন না। মে মাসের প্রখর রোদে তারা আন্দোলনের তাপ ছড়িয়ে দিচ্ছেন শাহবাগ মোড় থেকে।
এদিকে সকাল থেকেই শাহবাগ মোড় ও আশপাশের সড়কগুলো বন্ধ থাকায় যান চলাচলে বাধা তৈরি হয়েছে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার গাড়িগুলোর চলাচলে ছাড় দেওয়া হচ্ছে।