Home ব্যাংক-বিমা অর্থপাচার কমে বৈধ পথে প্রবাসী আয়, গড়ছে নতুন রেকর্ড

অর্থপাচার কমে বৈধ পথে প্রবাসী আয়, গড়ছে নতুন রেকর্ড

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বৈধ পথে রেমিট্যান্স প্রবাহে একের পর এক রেকর্ড গড়ছে বাংলাদেশ। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা এসেছে ২০২৪-২৫ অর্থবছরে। চলতি অর্থবছরের জুলাই থেকে চলমান মে মাসের ৭ তারিখ পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন ২৫২৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা টাকার অঙ্কে প্রায় ৩ লাখ ৮ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ২৮ দশমিক ২ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৩ থেকে মে ২০২৪ পর্যন্ত) এসেছিল ১৯৭২ কোটি ডলার, অর্থাৎ এবার প্রায় ৫৫৫ কোটি ডলার বেশি এসেছে।

বিশ্লেষকরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স বাড়ার পেছনে সরকারের হুন্ডি দমন নীতিমালা এবং অর্থপাচার রোধে কার্যকর উদ্যোগ প্রধান কারণ। বিশেষত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফন দেখা গেছে।

মার্চ মাসে দেশে রেকর্ড ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল। এরপর এপ্রিলেও এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ২৭৫ কোটি ডলার। আর সেই ধারা বজায় রেখে চলতি মে মাসের প্রথম সাত দিনেই দেশে এসেছে ৭৩ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স, যার টাকার অঙ্কে পরিমাণ প্রায় ৮৯৬৭ কোটি টাকা। গড় হিসাব অনুযায়ী প্রতিদিন আসছে ১০ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ১২৮১ কোটি টাকা। এই প্রবাহ অব্যাহত থাকলে মে মাসে আবারও তিন বিলিয়ন ডলার অতিক্রম করে নতুন রেকর্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত বছরের মে মাসের প্রথম সাত দিনে যেখানে এসেছিল ৬০ কোটি ১০ লাখ ডলার, এবার তা বেড়ে হয়েছে ৭৩ কোটি ৫০ লাখ—অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ১৩ কোটি ডলার বা প্রায় ২২ দশমিক ৩ শতাংশ।

অর্থনীতিবিদরা বলছেন, এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে এবং আমদানি ব্যয় নির্বাহসহ সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে।