বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আলোচিত এস আলম গ্রুপের সঙ্গে জড়িত ১৪ জন ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ও মানি লন্ডারিং তদন্ত টিমের সদস্য তাহাসিন মুনাবীল হক এ বিষয়ে আদালতে আবেদন করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞার আওতায় যেসব ব্যক্তির নাম রয়েছে, তারা হলেন—এস আলম গ্রুপের চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মো. আকিজ উদ্দিন, প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোজাম্মেল হক, ব্যবসায়ী মো. নজরুল ইসলাম, মো. আলমাছ আলী, বেদার উল ইসলাম, মো. জসিম উদ্দিন, রোখসানা খাতুন, রবিয়া খাতুন, নাছির উদ্দিন, মুহাম্মদ সাইফুউদ্দিন, মো. গোলামুর রহমান, এস এম জামাল উদ্দিন, হাসমত আরা বেগম এবং মুহাম্মদ সাইফু উদ্দিন।
আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও সত্ত্বার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে দুদকের একটি বিশেষ টিম কাজ করছে। তদন্তে উঠে এসেছে, এদের কেউ কেউ যেকোনো সময় দেশত্যাগ করে তদন্ত থেকে নিজেদের আড়াল করতে পারেন। এ প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম বিঘ্নিত হওয়ার শঙ্কা থেকে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়।
দুদক জানিয়েছে, মানি লন্ডারিংসংক্রান্ত অভিযোগের সূত্র ধরে বিভিন্ন ব্যাংক লেনদেন, প্রাসঙ্গিক নথি ও আর্থিক তথ্য যাচাই করা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি দেশের আলোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের বিরুদ্ধে কয়েকশ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ গণমাধ্যমে উঠে এসেছে, যা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।