Home বিনোদন শ্রাবন্তীর সাথে বিচ্ছেদের পর রোশন পেলেন নতুন প্রেমিকা

শ্রাবন্তীর সাথে বিচ্ছেদের পর রোশন পেলেন নতুন প্রেমিকা

বিনোদন ডেস্ক:

টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তাঁর প্রাক্তন স্বামী রোশন সিংয়ের বিচ্ছেদের খবর গত মাসেই শিরোনামে আসে। দীর্ঘদিন ধরে আদালতে চলা ডিভোর্স মামলার অবসান ঘটে এপ্রিলের প্রথম দিকে। বিচ্ছেদের পর শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন যেমন সকলের নজর কেড়েছে, তেমনি রোশন সিংয়ের নতুন সম্পর্কও আলোচনায় এসেছে।

রোশন সিং বর্তমানে প্রেমে মত্ত আছেন অনামিকা মৈত্র নামের একজন তরুণীর সঙ্গে। অনামিকা বাঙালি এবং কলকাতার মেয়ে বলে জানা গেছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন তথ্য অনুসারে, তিনি মিডিয়া সায়েন্সে মাস্টার্স করেছেন দ্য হেরিটেজ অ্যাকাডেমি থেকে এবং এমবিএ ডিগ্রি অর্জন করেছেন সিম্বোসিস বিশ্ববিদ্যালয় থেকে। অনামিকার ফেসবুক প্রোফাইলে স্পষ্ট লেখা আছে ‘In a relationship with Roshan Singh’। রোশনও বিভিন্ন সময় ইনস্টাগ্রামের স্টোরিতে অনামিকার সঙ্গে ছবি ও মুহূর্ত শেয়ার করেছেন।

সম্প্রতি রোশন তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে অনামিকার সঙ্গে মুভি নাইট কাটানোর ছবি পোস্ট করেন এবং সেখানে অনামিকাকে ট্যাগ করেন। বিভিন্ন সূত্র বলছে, চলতি বছরই রোশন ও অনামিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। রোশন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমি সম্প্রতি একটি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি। এখন নিজেকে প্রস্তুত করে নতুন জীবনের দিকে এগোচ্ছি।’

অনামিকা মৈত্র একজন প্রাক্তন কেবিন ক্রু এবং বর্তমানে কলকাতার একটি জিমের মালিক। রোশনের সোশ্যাল মিডিয়ায় জিম ও শরীরচর্চার ছবি নিয়মিত দেখা যায়।

অন্যদিকে, শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন টলিউডের সর্বদা আলোচনার কেন্দ্রবিন্দু। প্রথম স্বামী রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর শ্রাবন্তী ২০১৯ সালে রোশন সিংয়ের সঙ্গে গোপনে বিয়ে করেন। চণ্ডীগড়ের একটি গুরুদ্বারে পাঞ্জাবি রীতি মেনে বিয়ে সম্পন্ন হয়। প্রথম বছর সম্পর্ক ভাল কাটলেও ২০২০ সালে তাদের সংসারে দূরত্ব তৈরি হয়। শ্রাবন্তী তখন সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। যদিও তৎকালীন সময়ে অনেকেই শ্রাবন্তীকেই দোষারোপ করেন, তবে সূত্রের মতে বিষয়টি একটু ভিন্ন ছিল। শ্রাবন্তী বাধ্য হয়ে সম্পর্ক ছিন্ন করেন।

দীর্ঘ সময় মামলা চলার পর ৮ এপ্রিল আদালত তাদের আইনি বিচ্ছেদের সিলমোহর দেয়। বর্তমানে শ্রাবন্তী নিজের জীবন নিয়ে একাই একক, আর রোশন নতুন জীবন শুরু করেছেন অন্য একজন বাঙালি তরুণীর সঙ্গে।