কান উৎসবে যৌন সহিংসতার অভিযোগে পার্শ্ব ইভেন্টের ভাইস প্রেসিডেন্ট সাময়িক বরখাস্ত
প্রকাশ্য অনুষ্ঠানে সাহসী প্রতিবাদ, অভিযুক্তের বিরুদ্ধে শুরু হয়েছে অভ্যন্তরীণ তদন্ত
বিনোদন ডেস্কঃ
কান চলচ্চিত্র উৎসব চলাকালীন যৌন সহিংসতার অভিযোগে উৎসবের একজন ভাইস প্রেসিডেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফ্রান্সের জাতীয় চলচ্চিত্র সংস্থা আয়োজিত যৌন নির্যাতনবিরোধী এক গোলটেবিল আলোচনায় এক তরুণী দাঁড়িয়ে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ আনেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফরাসি সংসদ সদস্য এরওয়ান বালানাঁ বলেন, “তরুণীটি দারুণ সাহসিকতার সঙ্গে কথা বলেছেন এবং সঙ্গে সঙ্গে উপস্থিত দাতব্য সংস্থার সহায়তায় নিরাপদে নেওয়া হয়।”
ঘটনাটি ঘটে সমান্তরাল চলচ্চিত্র উৎসবে। যা মূল কান উৎসবের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও সাংগঠনিকভাবে কিছু যোগসূত্র রয়েছে। এই শাখাটি সাধারণত নবীন পরিচালক এবং পরীক্ষামূলক চলচ্চিত্র প্রদর্শনের জন্য পরিচিত।
দুই সহ-সভাপতি এক বিবৃতিতে বলেন, “আজকের অনুষ্ঠানে প্রকাশ্যে যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত গুরুতর এবং যৌন সহিংসতার পর্যায়ে পড়ে। আমরা সঙ্গে সঙ্গে অভিযুক্ত ভাইস প্রেসিডেন্টকে বরখাস্ত করেছি এবং একটি নিরপেক্ষ বাহ্যিক সংস্থার মাধ্যমে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।”
ফরাসি আইন অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তার নাম প্রকাশ করা সম্ভব নয়।
একই দিনে মূল কান উৎসব থেকে একটি পাল্ম দ’ওর প্রতিযোগী চলচ্চিত্রের ফরাসি অভিনেতাকে প্রিমিয়ার প্রদর্শনী থেকে সরিয়ে দেওয়া হয়, যিনি তার তিন প্রাক্তন সঙ্গীর ধর্ষণের অভিযোগের মুখে রয়েছেন।
গত কয়েক বছর ধরে ফ্রান্সের সংসদ সদস্য ও অধিকারকর্মীরা কানের মতো আন্তর্জাতিক উৎসবগুলোকে যৌন সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চাপ দিয়ে আসছেন। এই ঘটনার পর উৎসব কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে বলে মত বিশ্লেষকদের।