Home বিনোদন মালয়েশিয়ায় আবারও মঞ্চ মাতাতে আসছে এনসিটি ড্রিম

মালয়েশিয়ায় আবারও মঞ্চ মাতাতে আসছে এনসিটি ড্রিম

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক:

দীর্ঘ প্রতীক্ষার পর আবারও মালয়েশিয়ায় আসছে কোরিয়ান পপ সেনসেশন এনসিটি ড্রিম। আসছে ১৩ ও ১৪ ডিসেম্বর ২০২৫, কুয়ালালামপুরের আক্সিয়াটা অ্যারেনায় অনুষ্ঠিত হবে তাদের বহুল প্রতীক্ষিত দুই দিনব্যাপী কনসার্ট। এটি হবে তাদের ২০২৫ সালের এশিয়া সফর “THE DREAM SHOW 4: DREAM THE FUTURE”-এর চূড়ান্ত পর্ব।

এই ট্যুর শুরু হবে ১০ থেকে ১২ জুলাই সিউলের গোচিওক স্কাই ডোম-এ তিন দিনের পারফরম্যান্স দিয়ে। এরপর তারা যাবে ব্যাংকক, হংকং, জাকার্তা, সিঙ্গাপুর ও তাইপে। শেষ গন্তব্য হিসেবে নির্বাচিত হয়েছে কুয়ালালামপুর।

মালয়েশিয়ার এই কনসার্টের টিকিটের মূল্য শুরু হবে ২৮৮ রিংগিত থেকে, যা সর্বোচ্চ ৮৮৮ রিংগিত পর্যন্ত হতে পারে। থাকছে ভিআইপি টিকিট সুবিধাও, যার মধ্যে থাকবে আগেভাগে প্রবেশাধিকার ও এক্সক্লুসিভ সামগ্রী (মার্চেন্ডাইজ)। লাইভ নেশন মালয়েশিয়া শিগগিরই টিকিট বিক্রি ও কনসার্টের সময়সূচি নিয়ে বিস্তারিত তথ্য জানাবে।

এই সফরটি তাদের ২০২৪ সালের তৃতীয় বিশ্বভ্রমণের সাফল্যের ধারাবাহিকতা, যেখানে তারা এশিয়া, ইউরোপ ও আমেরিকার ২৫টি শহরে পারফর্ম করেছে। নতুন এই এশিয়া ট্যুরে থাকছে ভক্তদের প্রিয় গান যেমন “Candy,” “ISTJ” ও “BOOM”, সঙ্গে নতুন পারফরম্যান্স এবং চমকপ্রদ মুহূর্ত।