বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুমিল্লা:
কুমিল্লায় ছাত্রদলের সদ্যঘোষিত দক্ষিণ জেলা ও মহানগর কমিটি নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। পদবঞ্চিত নেতাকর্মীরা শনিবার (১৭ মে) সন্ধ্যায় নগরীর কান্দিরপাড় এলাকায় বিএনপির দক্ষিণ জেলা ও মহানগর কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান।
সন্ধ্যা ৭টার দিকে বিক্ষোভকারীরা মিছিল করে কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এরপর তারা কার্যালয়ের ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেন। ব্যবসায়ীদের দ্রুত হস্তক্ষেপে আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি, তবে কিছু আসবাবপত্র পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিক্ষোভকারীরা ওই সময় ‘অবৈধ কমিটি মানি না মানবো না’, ‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’, ‘এ্যাকশন টু এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটে। পরে তারা আবার ফিরে এসে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা জানান, গত ১৭ বছরে যারা আওয়ামী লীগের হামলা ও মামলার শিকার হয়ে মাঠে ছিলেন, তাদের উপেক্ষা করে কমিটি গঠন করা হয়েছে। তারা এ কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি দাবি করেন।
দীর্ঘ ৭ বছর পর গত বৃহস্পতিবার ছাত্রদলের কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগরের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে দক্ষিণ জেলার সভাপতি হন কাজী জোবায়ের আলম জিলানী ও সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান। মহানগরে সভাপতি হন নাদিহ রানা ও সাধারণ সম্পাদক ফায়াজ রশিদ প্রিমু। এরপর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীরা কান্দিরপাড় এলাকায় দফায় দফায় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে আসছেন।
সদ্যবিদায়ী মহানগর ছাত্রদল সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, পদপ্রাপ্ত ও পদবঞ্চিতদের মধ্যে তিন দিন ধরে উত্তেজনা চলছিল। এর মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ঘটে। তবে কারা আগুন দিয়েছে, তা তিনি জানেন না।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, কার্যালয়টি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল, সম্প্রতি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। আগুন কারা দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, এটি বিএনপির অভ্যন্তরীণ বিষয় হলেও ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কারা জড়িত তা জানতে পুলিশ কাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।