বিনোদন ডেস্ক: আইনের ছাত্রী ছিলেন তিনি। স্বপ্ন ছিল একজন সৎ আইনজীবী হওয়ার। কিন্তু ছাত্রাবস্থায় ইন্টার্নশিপ করতে গিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন ভারতের ছোট পর্দার অভিনেত্রী নিমরত কৌর আলুওয়ালিয়া। ১৯ বছর বয়সে দিল্লির আদালতে উচ্চপদস্থ এক আইনজীবীর হাতে যৌন হেনস্তার শিকার হন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিমরত জানিয়েছেন, আদালতে একটি মামলার শুনানিতে অংশ নিতে গিয়ে এ ঘটনা ঘটে। তিনি বলেন, “আদালতের ঘর ছিল ভিড়ে ঠাসা। হঠাৎই অনুভব করলাম কেউ আমার শরীর স্পর্শ করছে। প্রথমে ভাবলাম, হয়তো ভিড়ে এমনটা হতেই পারে। কিন্তু পেছনে তাকিয়ে দেখি, এক ব্যক্তি দাঁড়িয়ে—কিন্তু আমার দিকে তাকাচ্ছে না। যেন আমি সেখানে নেই।”
ভয়ে অস্থির হয়ে পড়েন তরুণী নিমরত। কিছুটা সরে দাঁড়ালেও নিস্তার মেলেনি। ওই ব্যক্তি আবারও কাছে চলে এসে শরীরে স্পর্শ করতে থাকে। এক পর্যায়ে এমনকি শার্টের ভেতরেও হাত দেওয়ার চেষ্টা করে সে। নিমরত বলেন, “ভয়ে পাথর হয়ে গিয়েছিলাম। চোখে জল চলে আসে। আমি স্তব্ধ হয়ে পড়ি।”
এই মুহূর্তে এগিয়ে আসেন এক নারী আইনজীবী। সব কিছু খুলে বলার পর তিনি পাশে দাঁড়ান নিমরতের। অভিনেত্রী আরও জানান, শুধু তিনি নন, ওই উচ্চপদস্থ আইনজীবীর হাতে আরও অনেক উঠতি নারী আইনপ্রার্থী যৌন হেনস্তার শিকার হয়েছেন।
নিমরত কৌর আলুওয়ালিয়া ‘বিগবস’ মঞ্চে অংশ নিয়ে নিজের আইন পেশার ছাত্রজীবনের কথা বলেছিলেন। আজও সে দিনের ভয়াবহ অভিজ্ঞতা তার মনে আতঙ্ক হয়ে গেঁথে আছে।