বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ বিমানের বহরে থাকা ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের একটি উড়োজাহাজের চাকা খুলে যাওয়ার ঘটনায় তদন্তে সহযোগিতার জন্য বিশেষায়িত একটি কারিগরি দল বাংলাদেশে পাঠাতে সম্মত হয়েছে কানাডাভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডিহ্যাভিল্যান্ড কানাডা।
সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ মে কক্সবাজার থেকে ঢাকাগামী ফ্লাইটে উড্ডয়নের সময় উড়োজাহাজটির বাম পাশের ল্যান্ডিং গিয়ারের দুটি চাকার মধ্যে একটি খুলে যায়। পরবর্তীতে পাইলটের দক্ষতায় সেটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।
ঘটনার পরপরই উড়োজাহাজটির নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে কারিগরি তদন্তের জন্য একটি বিশেষজ্ঞ দল পাঠানোর অনুরোধ জানানো হয়। এদিন ডিহ্যাভিল্যান্ড কর্তৃপক্ষ তা অনুমোদন দেয়।
এরই অংশ হিসেবে বিমান বাংলাদেশ তাদের প্রকৌশল বিভাগ থেকে ঢাকায় অবস্থানরত সব ড্যাশ-৮ উড়োজাহাজের চাকা পর্যবেক্ষণ করেছে এবং প্রয়োজনীয় সতর্কতা জারি করেছে।
বিমান কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটির নেতৃত্বে রয়েছেন বিমানের চিফ অব ফ্লাইট সেফটি এবং অন্যটি গঠন করা হয়েছে প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পরিদপ্তরের অধীনে। কমিটিগুলো উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ নথি ও প্রযুক্তিগত দিক বিশ্লেষণ করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।
উড়োজাহাজটিকে পুনরায় যাত্রীসেবায় ফিরিয়ে আনতে প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে এবং পরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেটিকে আবার উড্ডয়নের উপযোগী ঘোষণা করা হবে।
ড্যাশ-৮ কিউ৪০০ (Dash 8 Q400) হলো একটি টুইন-টার্বোপ্রপ আঞ্চলিক যাত্রীবাহী উড়োজাহাজ, যা মূলত স্বল্প ও মাঝারি দূরত্বের যাত্রী পরিবহনে ব্যবহৃত হয়। এটি দ্রুততা, জ্বালানি দক্ষতা এবং স্বল্প রানওয়ে থেকে উড্ডয়নে সক্ষমতার জন্য পরিচিত।
এই মডেলের উড়োজাহাজ ৭৮ জন পর্যন্ত যাত্রী বহনে সক্ষম এবং এটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৬৬৭ কিলোমিটার গতি তুলতে পারে। এতে ব্যবহৃত হয়েছে আধুনিক ‘Active Noise and Vibration Suppression’ প্রযুক্তি, যা যাত্রীদের জন্য নীরব ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেয়।
ডিহ্যাভিল্যান্ড কানাডা (De Havilland Aircraft of Canada Limited) হলো একটি সুপ্রসিদ্ধ কানাডিয়ান উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠা ১৯২৮ সালে। প্রতিষ্ঠানটি আঞ্চলিক পরিবহন ব্যবস্থায় ব্যবহৃত দক্ষ ও নির্ভরযোগ্য উড়োজাহাজ তৈরিতে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে।
ড্যাশ-৮ সিরিজের উড়োজাহাজ তৈরি করে প্রতিষ্ঠানটি বহুজাতিক এয়ারলাইনগুলোর আস্থার প্রতীক হয়ে উঠেছে। বর্তমানে ডিহ্যাভিল্যান্ড কানাডা লংভিউ এয়ারক্রাফট কোম্পানির অধীনে পরিচালিত হচ্ছে এবং বিমান শিল্পে উচ্চমানের নিরাপত্তা ও প্রযুক্তিগত উৎকর্ষের জন্য পরিচিত।
বাংলাদেশ বিমানের বহরে বর্তমানে কয়েকটি ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ সক্রিয় রয়েছে, যেগুলো দেশের অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটে ব্যবহার করা হয়।