Home কলকাতা ফের কৃষিপণ্য মান নিয়ে বিতর্কে ভারত, আম ফিরিয়ে দিল আমেরিকা

ফের কৃষিপণ্য মান নিয়ে বিতর্কে ভারত, আম ফিরিয়ে দিল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক: রপ্তানি সংক্রান্ত কাগজপত্রে গরমিল এবং মানসংক্রান্ত দুর্বলতার কারণে বিপুল পরিমাণ ভারতীয় আম সম্প্রতি ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় আন্তর্জাতিক বাজারে ভারতের কৃষিপণ্যের সুনাম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, আমেরিকায় প্রবেশের আগে রপ্তানি পণ্যের মান, কীটনাশক ব্যবহারের পরিমাণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি কঠোরভাবে পরীক্ষা করা হয়। কিন্তু ভারতে রপ্তানির জন্য প্রস্তুতকৃত আমের বেশ কয়েকটি চালানে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথ ছিল না। এ ছাড়া পণ্যে অবশিষ্ট কীটনাশকের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি থাকায় মার্কিন কর্তৃপক্ষ আমগুলো গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।

আমদানি নিয়ন্ত্রণকারী সংস্থা ইউএস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচারের (ইউএসডিএ) সূত্র জানায়, ভারতীয় আম পাঠানোর আগে ফিউমিগেশন, প্যাকেজিং এবং রপ্তানি ছাড়পত্রের সঠিক যাচাই না করায় এ ঘটনা ঘটেছে। মার্কিন স্বাস্থ্যবিধি অনুযায়ী যেকোনো কৃষিপণ্য আমদানির ক্ষেত্রে কঠোর নিরাপত্তামূলক মানদণ্ড রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, একাধিকবার এমন ঘটনায় ভারতের কৃষিপণ্যের আন্তর্জাতিক সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারেও ভারতীয় ফলমূলের ওপর আস্থাহীনতা তৈরি হতে পারে। বিশেষ করে আমেরিকা থেকে আম ফেরতের ঘটনা ভারতের উৎপাদক ও রপ্তানিকারকদের জন্য একটি সতর্কবার্তা হয়ে উঠেছে।

ভারতের কৃষি মন্ত্রণালয় বলছে, তারা ইতিমধ্যে বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে রপ্তানির আগে মান নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার করা হবে।

উল্লেখ্য, ভারত বিশ্বের অন্যতম বৃহৎ আম উৎপাদক ও রপ্তানিকারক দেশ। বিশেষ করে হাপুস, ল্যাংড়া ও আলফানসো জাতের আম আন্তর্জাতিক বাজারে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু বারবার গুণগত মানে ত্রুটি দেখা দিলে সেই বাজার হারানোর ঝুঁকি বাড়ছে।