Home আন্তর্জাতিক মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় ভারতীয় ট্রাভেল এজেন্সি মালিক ও কর্মীরা

মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় ভারতীয় ট্রাভেল এজেন্সি মালিক ও কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের সঙ্গে যুক্ত বেশ কিছু ভ্রমণ সংস্থার মালিক ও কর্মচারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ: এসব সংস্থা জেনে বুঝেই অবৈধ অভিবাসনে সহায়তা করেছে। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, অভিবাসন ও জাতীয়তা আইন অনুযায়ী এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভারতে নিযুক্ত কূটনৈতিক মিশন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ঠিক কতজনের ওপর এই নিষেধাজ্ঞা জারি হয়েছে, বা কোন সংস্থার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ট্যামি ব্রুস বলেন, “আমরা অবৈধভাবে বিদেশিদের যুক্তরাষ্ট্রে পাঠানোর চক্র ভাঙতে ট্রাভেল এজেন্সিগুলোর মালিক, শীর্ষ কর্মকর্তা ও উচ্চপদস্থ কর্মীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা অব্যাহত রাখব।”

তবে মার্কিন প্রশাসন এ পর্যন্ত এসব সংস্থা কীভাবে অভিবাসন আইন লঙ্ঘনের সঙ্গে যুক্ত ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি।

বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন বিষয়ে কড়াকড়ি নীতি বাস্তবায়ন শুরু করেছেন। অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের শনাক্ত করে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়াও জোরদার করা হয়েছে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে প্রবেশে আগ্রহী অনেক ভারতীয় নাগরিক নানা কৌশলে ভ্রমণ ভিসা বা পর্যটন ভিসা নিয়ে সেখানে ঢোকার চেষ্টা করছেন, পরে নির্ধারিত সময় অতিক্রম করে থেকে যাওয়ার প্রবণতাও দেখা যাচ্ছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিছু ট্রাভেল এজেন্সি বিপুল অর্থের বিনিময়ে ‘পরিকল্পিত ভিসা সফর’ সাজিয়ে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস সম্প্রতি একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক বার্তা দিয়েছে ভারতীয় নাগরিকদের উদ্দেশে। বিশেষ করে যারা ভ্রমণ ভিসায় যাচ্ছেন, তাদেরকে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের বেশি দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে রয়েছে তাৎক্ষণিক বহিষ্কার ও ভবিষ্যতে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা।

এই প্রেক্ষাপটে ট্রাভেল এজেন্সিগুলোর ভূমিকাও এখন খতিয়ে দেখছে মার্কিন প্রশাসন। বিশেষ করে যারা অবৈধ অনুপ্রবেশকে উসকে দিচ্ছে বা জানিয়ে-শুনেই আইনি ফাঁকফোকরকে কাজে লাগিয়ে মানুষ পাঠাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ওয়াশিংটন।

বর্তমানে বিশ্বব্যাপী অভিবাসন ইস্যু এক জটিল বাস্তবতা। বৈধ পন্থায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে ইচ্ছুক ভারতীয়দের জন্য এই ধরনের নিষেধাজ্ঞা নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।