বিজেনসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: নারী নির্যাতনের অভিযোগে সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে রাজধানীর ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ডিএমপি সূত্রে জানা গেছে, নোবেলের বিরুদ্ধে তার স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে তদন্ত শুরু করে ডেমরা থানা পুলিশ। তদন্তের এক পর্যায়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, নোবেলকে আজই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হতে পারে। মামলায় বিস্তারিত অভিযোগের মধ্যে শারীরিক নির্যাতন, মানসিক চাপ এবং পারিবারিক সহিংসতার বিষয়গুলো উল্লেখ রয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ডেমরা থানার একজন কর্মকর্তা জানান, নোবেলের বিরুদ্ধে আনীত অভিযোগ যাচাই-বাছাই করে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। বিষয়টি এখন তদন্তাধীন।
মাইনুল আহসান নোবেল ২০১৯ সালে ভারতের সারেগামাপা রিয়েলিটি শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন। পরবর্তীতে নিজের কিছু গানের মাধ্যমে জনপ্রিয়তা পেলেও সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবনের নানা বিতর্কে জড়িয়ে পড়েন।
তিনি আগে একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য এবং অনিয়ন্ত্রিত আচরণের জন্যও খবরের শিরোনাম হয়েছেন। এবার নারী নির্যাতনের মামলায় তার গ্রেপ্তার হওয়া সংগীতাঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি করেছে।
ডিএমপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা হচ্ছে না। তবে প্রয়োজন হলে পরবর্তীতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আরও জানানো হবে।