Home বিনোদন শচীন কন্যার সঙ্গে প্রেম ভাঙল সিদ্ধান্ত চতুর্বেদীর

শচীন কন্যার সঙ্গে প্রেম ভাঙল সিদ্ধান্ত চতুর্বেদীর

বিনোদন ডেস্ক:

চলচ্চিত্র জগৎ এবং ক্রিকেট-তারকা পরিবারের সংযোগে গড়ে ওঠা একটি সম্ভাবনাময় সম্পর্ক অবশেষে ভেঙে গেল। বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী ও কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরের সম্পর্ক নিয়ে কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন ছিল। মুম্বইয়ের অভিজাত রেস্তরাঁয় তাঁদের একান্ত সময় কাটাতে দেখা গিয়েছিল, যা থেকেই সম্পর্ক ঘিরে আলোচনার সূত্রপাত।

তবে সেই সম্ভাবনাময় সম্পর্ক এগোতে পারল না। সিদ্ধান্ত নিজেই সম্পর্ক থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠ সূত্র। এমন সিদ্ধান্তের কারণ স্পষ্ট না হলেও, উভয়ের পরিবারকে বিষয়টি জানানো হয়েছিল এবং পরস্পরের পরিবারের সঙ্গে তাঁদের সাক্ষাৎও হয়েছিল বলে জানা যায়। তারপরই দু’জন মিলে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন।

তবে সম্পর্ক ভাঙলেও বন্ধুত্ব বজায় থাকবে বলে সূত্রের দাবি। ব্যক্তিগত পর্যায়ে তাঁদের মধ্যে কোনও তিক্ততা তৈরি হয়নি, বরং আগের মতোই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকার কথাই জানিয়েছেন তাঁরা।

সিদ্ধান্ত চতুর্বেদী বলিউডের তরুণ প্রতিভা হিসেবে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছেন। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘গালি বয়’ চলচ্চিত্রে মুরাদ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। এরপর একাধিক ওয়েব সিরিজ ও ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন।

অন্যদিকে সারা তেন্ডুলকর এখনও মূলত প্রচারের আলোতেই থাকেন তাঁর স্টাইল ও পারিবারিক পরিচিতির কারণে। পেশাদার জীবন নিয়ে তিনি আপাতত স্পষ্ট অবস্থান না নিলেও, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় উপস্থিতি এবং মডেলিং প্রজেক্টে অংশগ্রহণের জন্য আলোচিত।

এর আগেও সিদ্ধান্তের ব্যক্তিগত জীবন বলিউডে আলোচনার কেন্দ্রে এসেছে। অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নাভেলি নন্দার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন এক সময় তীব্র হয়েছিল। অন্যদিকে সারা তেন্ডুলকরের সঙ্গে ভারতীয় ক্রিকেটার শুভমন গিলের সম্পর্ক নিয়েও চর্চা হয়েছিল বিস্তর। তবে সম্প্রতি এই দুই জুটি থেকেই ভাঙনের সুর শোনা যাচ্ছিল।

বর্তমানে উভয়েই কাজ ও ব্যক্তিগত জীবনকে নতুন করে গুছিয়ে নেওয়ার দিকে মনোযোগী বলে জানিয়েছে ঘনিষ্ঠ মহল।