Home বিনোদন স্বামীর অনলাইন প্রেম, ‘ভুয়ো’ প্রোফাইল খুলে ফাঁস করল স্ত্রী

স্বামীর অনলাইন প্রেম, ‘ভুয়ো’ প্রোফাইল খুলে ফাঁস করল স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গ্বালিয়রের মাধোগঞ্জ এলাকায় অনলাইনে গড়ে ওঠা এক প্রেমের সম্পর্ক ঘিরে ঘটল চাঞ্চল্যকর এক ঘটনা। সেই প্রেমের পরিণতি দাঁড়াল এমন এক দৃশ্যের মুখোমুখি হয়ে, যা বলিউড সিনেমাকেও হার মানায়। প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে এক যুবক দেখলেন, তিনি আসলে কারও প্রেমে পড়েননি, তিনি প্রতারিত হয়েছেন নিজের স্ত্রীর হাতেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং কয়েক বছর আগে তাঁর বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। স্ত্রীর অভিযোগ অনুযায়ী, স্বামীর আচরণ দিনে দিনে পরিবর্তিত হতে থাকে। তিনি বেশিরভাগ সময় মোবাইলে ব্যস্ত থাকতেন, ফোন কাউকে ছুঁতে দিতেন না, গভীর রাত পর্যন্ত হোয়াটসঅ্যাপে মেসেজ চালাতেন, এসব বিষয় স্ত্রীর মনে সন্দেহ জাগিয়ে তোলে।

সন্দেহের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছে যে, স্ত্রী এক অভিনব পরিকল্পনা করেন স্বামীর সত্যতা যাচাইয়ের জন্য। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়ো প্রোফাইল খুলে এক অপরিচিত নারীর ছদ্মবেশ ধারণ করেন। এরপর সেই ‘মেয়ের’ নামে স্বামীকে মেসেজ করতে শুরু করেন।

স্বামীও সেই ‘টোপে’ পা দিয়ে বসেন। ধীরে ধীরে কথোপকথন ঘনিষ্ঠতায় রূপ নেয়, এবং এক সময় স্বামী প্রস্তাব দেন সাক্ষাৎ করার। সময় ও স্থান নির্ধারিত হয়। এরপর যেই না স্বামী সেই ‘প্রেমিকা’র সঙ্গে দেখা করতে পৌঁছন, সামনে এসে দাঁড়ান তাঁর স্ত্রী নিজেই।

মুহূর্তেই সমস্ত ভান ভেস্তে যায়। স্ত্রীর মুখোমুখি হয়ে তিনি থমকে যান, বিব্রত ও হতভম্ব হয়ে পড়েন। তাঁদের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। পরে উভয় পরিবারের মধ্যস্থতায় বিষয়টি সাময়িকভাবে মীমাংসার চেষ্টা করা হয়।

ঘটনার পর স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে স্ত্রীর কৌশলিক চতুরতার প্রশংসা করছেন, আবার কেউ কেউ ব্যক্তিগত সম্পর্কের এমন অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন।

তবে একথা স্পষ্ট, প্রযুক্তি যখন সম্পর্কের মধ্যে আসন গাড়ে, তখন সেটি ভরসার জায়গা না হয়ে ওঠে সংশয়ের ক্ষেত্র। আর সেই সংশয়ের পরিণতি কখনও কখনও এমন কাহিনির জন্ম দেয়, যা রীতিমতো বাস্তবতাকেও প্রশ্নবিদ্ধ করে।