বিজনেসটুডে২৪ প্রতিনিধি, যশোর: যশোরের অভয়নগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে কৃষক দল নেতা তরিকুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের পরপরই বিক্ষুব্ধ জনতা ডহর মশিয়াহাটী গ্রামের অন্তত ২০টি বাড়িঘরে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যদের মোতায়েন করা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামের বেড়েধা এলাকায় পিন্টু বিশ্বাসের বাড়িতে যান তরিকুল ইসলাম ও তার সহযোগী সুমন। মৎস্য ঘেরের জমি সংক্রান্ত একটি চুক্তিপত্র নিয়ে তরিকুল ও পিন্টুর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ৬ থেকে ৭ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত ওই বাড়িতে ঢুকে তরিকুল ইসলামকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা পিন্টু বিশ্বাসসহ আশপাশের অন্তত ২০টি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি শান্ত করে।
শুক্রবার আসরের নামাজের পর ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তরিকুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলিম জানান, হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হয়েছে।
তরিকুল ইসলামের মৃত্যু ও পরবর্তী সহিংসতায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
সামাজিক সহনশীলতা রক্ষায় সক্রিয় হোন
👉 সহিংসতা নয়, আইন ও শান্তিপূর্ণ প্রতিক্রিয়ার মধ্যেই সমাধান খুঁজুন।
👉 সন্দেহভাজনদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রাখুন।
👉 অপরাধ বা সহিংসতা সংক্রান্ত তথ্য থাকলে নিকটস্থ থানায় জানিয়ে সহযোগিতা করুন