এভিয়েশন ডেস্ক:
দিল্রি: প্রবল ঝড় ও মুষলধারে বৃষ্টির মাঝে রবিবার সকালে চরম বিপর্যয় ঘটল ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রবল আবহাওয়ার কারণে বিমানবন্দরের টার্মিনাল-১-এর সামনে থাকা যাত্রী নামানো ও তোলার জায়গায় ছাউনি ধসে পড়ে। সৌভাগ্যবশত, এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। তবে মুহূর্তে সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যা দেখে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল থেকেই দিল্লি ও আশপাশের অঞ্চলে প্রবল বৃষ্টিপাত চলছিল। সেই সময় আচমকাই ঝড়ো হাওয়ার সঙ্গে ধসে পড়ে ছাউনির একটি বড় অংশ। কয়েকটি গাড়ি ও ট্যাক্সি চাপা পড়লেও, ভিতরে থাকা মানুষজন কোনওভাবে প্রাণে বাঁচেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে ছাউনিটি পড়ে গেলে চিৎকার করে দৌড়াতে থাকেন যাত্রীরা। দ্রুত উদ্ধারকাজ শুরু করে সিআইএসএফ ও দমকল বাহিনী।
ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিল্লিতে রবিবার সকালে ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে থাকে এবং সকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত প্রবল বর্ষণ হয়। এর জেরেই দুর্বল হয়ে পড়া ছাউনির ধস নামে বলে প্রাথমিক ধারণা। ছাউনিটি ছিল পুরনো এবং সম্প্রতি তা সংস্কারের কাজ চলছিল না বলেও জানা গেছে।
দুর্ঘটনার পর টার্মিনাল-১-এর কিছু পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই অংশে যাত্রী ওঠানামা বন্ধ থাকবে। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ধ্বংসস্তূপের নিচে চেপে আছে গাড়ি, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ছাউনির ধাতব খণ্ড।
ঘটনা নিয়ে এখন পর্যন্ত ভারত সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, নাগরিক নিরাপত্তা ও পরিকাঠামো রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে এই ধরনের ঘটনা সরকারের নজরদারির ঘাটতি বলেই মনে করছেন তাঁরা।
বিমান চলাচলে আংশিক বিঘ্ন ঘটলেও, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আপাতত ওই অংশে প্রবেশ সীমিত করে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে।
Vikas overflows in Delhi Airport after a drizzle. pic.twitter.com/BP7bA5QaGV
— Congress Kerala (@INCKerala) May 25, 2025