Home আইন-আদালত ইরানে আদালতে যাওয়ার পথে বিচারককে হত্যা

ইরানে আদালতে যাওয়ার পথে বিচারককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক:

শিরাজ, ইরান – মঙ্গলবার (২৭ মে) সকালে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজে আদালতে যাওয়ার পথে ছুরিকাঘাতে নিহত হয়েছেন বিচারক এহসান বাঘেরি (৩৮)। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এই ঘটনাকে “সন্ত্রাসী হামলা” হিসেবে উল্লেখ করেছে। এ ঘটনায় জড়িত দুই অজ্ঞাতনামা হামলাকারী এখনো পলাতক।

আইআরএনএ’র প্রতিবেদনে বলা হয়, বাঘেরি শিরাজের বিচার বিভাগে কর্মরত ছিলেন এবং অতীতে বিপ্লবী আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে জাতীয় নিরাপত্তা ও মাদক চোরাচালান সংক্রান্ত মামলার বিচার হয়। ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে যায় এবং এখনো তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

এই হত্যাকাণ্ডের দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে ইরানে বিচারকদের ওপর হামলার ঘটনা নতুন নয়। চলতি বছরের জানুয়ারিতে তেহরানে দুটি পৃথক ঘটনায় দুইজন উচ্চপদস্থ বিচারক নিহত হন, যাদের বিরুদ্ধে ১৯৮০-এর দশকে বিরোধীদের গণ-নির্বিচারে মৃত্যুদণ্ড কার্যকর করার অভিযোগ ছিল।

বিচারক বাঘেরির হত্যাকাণ্ড ইরানের বিচার বিভাগে নিরাপত্তা হুমকি এবং বিচারকদের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এই ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।


📢 আপনি কি ইরানে বিচারকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? আপনার মতামত আমাদের জানান।

🔗 আরও আন্তর্জাতিক খবর পড়তে ভিজিট করুন: বিজনেসটুডে২৪.কম

📩 আপনার এলাকার কোনো গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের ইনবক্স করুন এখনই।