Home সারাদেশ মোটরসাইকেলে ধাওয়া, গুলিবর্ষণ: খুলনায় রুদ্ধশ্বাস হামলা

মোটরসাইকেলে ধাওয়া, গুলিবর্ষণ: খুলনায় রুদ্ধশ্বাস হামলা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, খুলনা: খুলনা মহানগরীর খালিশপুর থানার যমুনা রোডে মঙ্গলবার বিকেল চারটার দিকে প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছেন ট্যাংকলরি মালিক সমিতির সাবেক মহাসচিব ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেনসহ তিনজন। এ ঘটনায় নগরজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

আহত ফরহাদ হোসেন (৪৮) উত্তর কাশিপুর এলাকার আকমান শেখের ছেলে। গুলিবিদ্ধ অন্য দুইজন হলেন তার ব্যক্তিগত গাড়িচালক মো. মনিরুল ইসলাম এবং ম্যানেজার মো. সোহেল। তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় খুলনার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, যমুনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ শেষে ব্যক্তিগত গাড়িতে করে বাড়ির পথে ছিলেন ফরহাদ। পথিমধ্যে মালার গ্যারেজের সামনে একটি পিকআপ ভ্যান তাদের গতিরোধ করে। পিকআপের সামনের আসনে বসা এক ব্যক্তি হঠাৎ শর্টগান বের করে গুলি ছোড়ার চেষ্টা করলে চালক মনিরুল উপস্থিত বুদ্ধিতে গাড়িটি দ্রুত পেছনে চালাতে শুরু করেন।

ঠিক তখনই পিকআপ থেকে নামা ছয়জন মুখোশধারী সন্ত্রাসী তিনটি মোটরসাইকেলে চড়ে ফরহাদদের গাড়ির পেছনে ধাওয়া করে এবং একাধিকবার গুলি ছোড়ে। প্রায় এক কিলোমিটার ধাওয়ার পর গুলিবিদ্ধ গাড়িটি মেঘনা মোড় হয়ে ফরহাদের বাসায় ঢুকে পড়ে। হামলায় ছররা গুলিতে ফরহাদের বাম কানের নতি ও মাথার ডান পাশে, চালকের বাম হাতে ও ম্যানেজারের পিঠে আঘাত লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা মোট ৫-৬ রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাদের সবার মুখে মাস্ক ছিল।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান সাংবাদিকদের জানান, “সন্ত্রাসীরা গাড়ির কাচ ভেদ করে গুলি চালায়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় তদন্ত চলছে, হামলাকারীদের চিহ্নিত করতে অভিযান শুরু হয়েছে।”

দুপুরের ব্যস্ত সময়ে জনবহুল এলাকায় এমন সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন খুলনার বাসিন্দারা। অনেকেই ধারণা করছেন, স্থানীয় অপরাধ চক্র কিংবা রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এ হামলা হতে পারে।