Home জাতীয় চাঁদ দেখা গেছে, ৭ জুন কোরবানির ঈদ

চাঁদ দেখা গেছে, ৭ জুন কোরবানির ঈদ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ জুন শনিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার বাংলাদেশের বিভিন্ন এলাকায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসেবে ১০ জিলহজ অর্থাৎ ৭ জুন শনিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

ঈদুল আজহা মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। কোরআনিক বর্ণনা অনুযায়ী, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে নবী ইব্রাহিম (আ.) তাঁর পুত্রকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন এই ত্যাগের স্মরণে মুসলমানরা প্রতি বছর পশু কোরবানি করে থাকেন।

এদিকে সৌদি আরবের আকাশে মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ৬ জুন, শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদি সুপ্রিম কোর্টের ঘোষণা অনুযায়ী, ৫ জুন হবে পবিত্র আরাফাত দিবস।

এবার ঈদুল আজহা উপলক্ষে সরকার ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিনের নির্ধারিত ছুটি ঘোষণা করেছে। তবে কর্মজীবীদের বাড়তি ছুটি উপভোগের সুযোগ করে দিতে আরও দুই দিন ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করা হয়েছে। এর বিপরীতে ১৭ ও ২৪ মে, দু’টি শনিবার সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস খোলা রাখা হয়েছে। ফলে ঈদের ছুটির আগে-পরে সাপ্তাহিক ছুটি মিলিয়ে সর্বমোট ১০ দিনের টানা ছুটিতে থাকবেন সরকারি কর্মচারীরা।