Home রাজনীতি জিএম কাদের বললেন, “আমরা কারও দোসর নই, ফ্যাসিবাদের শিকার হয়েছি”

জিএম কাদের বললেন, “আমরা কারও দোসর নই, ফ্যাসিবাদের শিকার হয়েছি”

রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন জিএম কাদের। ছবি : সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি কখনও কারও দোসর ছিল না বরং নিজস্ব রাজনৈতিক অবস্থান থেকে পথচলা করেছে। তিনি অভিযোগ করেন, অতীতে নানা সময় তাদের ওপর রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করা হয়েছে, যা ফ্যাসিবাদী শাসনেরই উদাহরণ।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রংপুর নগরীর সেনপাড়ায় নিজের বাসভবন ‘দ্য স্কাই ভিউ’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা কারও দোসর ছিলাম না। আমাদের অনেক কিছু করতে বাধ্য করা হয়েছে। এটাই ফ্যাসিবাদ—যার শিকার আমরা হয়েছি, যেমন অন্যরাও হয়েছে।”

‘জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর’ বলা প্রসঙ্গে জিএম কাদের বলেন, “যারা এসব বলছেন, তারা আদৌ বাংলাদেশের রাজনীতির বাস্তবতা বোঝেন কি না, তা নিয়েই আমার সন্দেহ আছে। আমরা আওয়ামী লীগের খারাপ কাজগুলোর বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিবাদ করেছি, অন্য যেকোনো দলের চেয়ে বেশি সোচ্চার থেকেছি।”

তিনি বলেন, বর্তমান শাসনব্যবস্থা দেশে ভয়াবহ বিভাজন তৈরি করেছে। “প্রধান উপদেষ্টা এবং তার পছন্দের তরুণ নেতারা দেশকে রাজনৈতিকভাবে গভীরভাবে বিভক্ত করেছেন। এই বিভক্তি সংঘাতে রূপ নিচ্ছে, সামনের দিনে বড় ধরনের সহিংসতায় গড়াতে পারে।”

প্রধান উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেন, “তিনি আমাদের রাজনৈতিক দল হিসেবেও মানছেন না। অথচ আমরা এখনো আইনত নিবন্ধিত দল। কোনো ঘাটতি না থাকা সত্ত্বেও আমাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে না। বরং আমাদের নেতাকর্মীদের আটকে রাখা হচ্ছে, কোণঠাসা করা হচ্ছে।”

এ সময় তিনি এনসিপিকে “সরকারি দল” হিসেবে আখ্যা দেন এবং অভিযোগ করেন, “এখনো কোনো নিবন্ধন না থাকা সত্ত্বেও সেই দলকে সব ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এতে করে নিরপেক্ষ ও সমতাভিত্তিক নির্বাচনের সুযোগ ক্ষীণ হয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “দেশে একটি উপযুক্ত নির্বাচন দরকার। কিন্তু এই সরকারের পক্ষে সেই নির্বাচন দেওয়া সম্ভব না—তাদের সেই সদিচ্ছা বা সামর্থ্য কোনোটাই নেই।”

সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রশ্নে জিএম কাদের বলেন, “পুশ ইন ইস্যু প্রমাণ করে সরকার দুর্বল ও ব্যর্থ। এটা সরকারের কাজ—আমরা কিছু করতে পারি না।”

সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, জেলা আহ্বায়ক আজমল হোসেন লেবু ও সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম।

এর আগে বিকেলে চার দিনের সফরে রংপুরে পৌঁছান জিএম কাদের। সফর শেষে রোববার ঢাকায় ফেরার কথা রয়েছে।


🗣️ জিএম কাদেরের এই বক্তব্য সম্পর্কে আপনার মতামত কী?
👇 নিচে মন্তব্য করুন, প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
📲 আরও খবর পেতে নিয়মিত ভিজিট করুন বিজনেসটুডে২৪.কম