Home সারাদেশ পঞ্চগড়ে সাংবাদিকদের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি, ১৪৪ ধারা জারি

পঞ্চগড়ে সাংবাদিকদের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি, ১৪৪ ধারা জারি

সংগৃহীত ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, দিনাজপুর: পঞ্চগড় প্রেসক্লাবকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের দুই পক্ষের দ্বন্দ্ব চরমে পৌঁছালে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

জানা গেছে, বুধবার রাত থেকে প্রেসক্লাব নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পক্ষ প্রেসক্লাবে তালা ঝুলিয়ে দিলে অপর পক্ষ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ ঘটনার জেরে শহরের চৌরঙ্গী মোড় থেকে জালাসী মোড় পর্যন্ত সড়কে তীব্র যানজট দেখা দেয়। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাশ স্বাক্ষরিত আদেশে বলা হয়, প্রেসক্লাব চত্বর ও চৌরঙ্গী মোড় থেকে জালাসী মোড় পর্যন্ত এলাকায় সকল ধরনের জনসমাবেশ, মাইক ব্যবহার, সভা-সমাবেশ, মিছিল এবং অনধিকার প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

তবে জরুরি সেবা প্রদানকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, চিকিৎসক, ওষুধ সরবরাহকারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই আদেশের আওতামুক্ত থাকবে।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষের সাংবাদিকদের প্রেসক্লাব ত্যাগের নির্দেশ দেন। সাংবাদিকরা ক্লাব ত্যাগ করলে সেখানে তালা লাগিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় জেলার সাংবাদিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

১. 📢 সাংবাদিকতা পেশা কি বিভক্তির দিকে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। পঞ্চগড় প্রেসক্লাব সংকটের প্রতি পর্বের হালনাগাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।