Home বিনোদন বাস্তবে কি জুটি বাঁধলেন এভি-গোবরদেবী?

বাস্তবে কি জুটি বাঁধলেন এভি-গোবরদেবী?

সুস্মিতা, সাহেব? ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক:
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’-র এভি এবং গোবরদেবী চরিত্রে সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে-র অনস্ক্রিন রসায়ন দর্শকের মন জয় করে নিয়েছে আগেই। প্রথমে এই নতুন জুটিকে নিয়ে নানা সংশয় থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে দর্শকের সেই দ্বিধা কেটে গেছে। বরং পর্দার প্রেম ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে কি না, তা নিয়েই এখন চর্চা তুঙ্গে।

সম্প্রতি ‘চন্দ্রবিন্দু’ ছবির এক স্ক্রিনিংয়ে হাজির ছিলেন সাহেব। সেখানে উপস্থিত অভিনেত্রী ঐন্দ্রিলা সেন প্রকাশ্যে সাহেবকে সুস্মিতার নাম ধরে খোঁচা দেন। মজার ছলে হলেও ঐন্দ্রিলার কথায় সাহেব যে খুব একটা অস্বস্তি বোধ করেননি, তা তাঁর হাসি মুখেই স্পষ্ট। উপস্থিত মহলের ধারণা, পর্দার সম্পর্কেই থেমে নেই এই জুটি।

সুস্মিতার ব্যক্তিগত জীবনেও এসেছে আমূল পরিবর্তন। ‘কথা’ ধারাবাহিকের শুটিং শুরু হওয়ার পর থেকেই প্রেমিক অনির্বাণের সঙ্গে তাঁর দূরত্ব নিয়ে গুঞ্জন ছড়ায়। কিছুদিনের মধ্যেই বিচ্ছেদের কথা স্বীকারও করেন সুস্মিতা। আর সেই সময় থেকেই সাহেবের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো বাড়ে।

বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন সুস্মিতা। তিনি বলেন, “বন্ধুরা মাঝে মাঝেই মজা করে। আমরা উপভোগও করছি। কিন্তু আদৌ আমরা সম্পর্কে আছি কি না সেই বিষয়ে এখনই বলতে রাজি নই। সবটাই সময়ের হাতে ছেড়ে দিয়েছি। দেখাই যাক না কী হয়।”

ফিল্মি পার্টি হোক বা সামাজিক মাধ্যম সব জায়গাতেই একসঙ্গে দেখা যাচ্ছে এই জুটিকে। তাঁদের একসঙ্গে ঘোরাঘুরির ছবিও মাঝেমধ্যেই ভাইরাল হচ্ছে। তবু সম্পর্কের বিষয়ে মুখে কুলুপ দুই তারকারই।

তবে টেলিপাড়ার খবর, সাহেব-সুস্মিতার এই ‘বন্ধুত্ব’ নেহাতই সাধারণ নয়। যদিও তাঁরা দু’জনেই সম্পর্কের সত্যতা বা পরবর্তী গন্তব্য নিয়ে কোনও নিশ্চিত বার্তা দিচ্ছেন না, তবু চারপাশের ঘটনা বলছে জল্পনার ভিত্তি একেবারে ফাঁকা নয়।

সুস্মিতা বর্তমানে আরও একটি নতুন ধারাবাহিকে কাজ শুরু করেছেন। অন্যদিকে সাহেবও ব্যস্ত নিজের সিনেমা ও থিয়েটারের জগতে। তবে ব্যক্তিগত সময় একে অপরের সঙ্গে ভাগ করে নিতে দু’জনেই যেন বিশেষ আগ্রহী।

এই সম্পর্ক পরিণতির দিকে এগোচ্ছে, না কি নিছক বন্ধুত্বের মোড়কেই থেকে যাবে, তা সময়ই বলবে।

🗨️ আপনার মত জানাতে ভুলবেন না!
📢 বিনোদনের আরও খবর? বিজনেসটুডে২৪.কম-এই থাকুন!