Home সারাদেশ প্রেমিকের টানে এসে জেলে গেল ভারতীয় কিশোরী

প্রেমিকের টানে এসে জেলে গেল ভারতীয় কিশোরী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নওগাঁ: প্রেমের টানে ভারতের মালদা থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে শেষমেশ জেলহাজতে ঠাঁই হলো ১৬ বছরের কিশোরী নূপুর সরকারের। বুধবার দুপুরে নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে প্রবেশের সময় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বাবনগোলা থানার কাশেমপুর গ্রামের বাসিন্দা নূপুর সরকারের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে পরিচয় হয় বাংলাদেশি যুবক মাসুদের। পরে মাসুদ ভারতে শ্রমিকের কাজ করতে গেলে দুজনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। সেই প্রেমের পরিণতি হিসেবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেয় নূপুর।

বুধবার দুপুর ১টার দিকে সাপাহারের বামনপাড়া বিওপি সীমান্ত পিলার ২৪৫/সি এস এলাকা দিয়ে প্রেমিক মাসুদের সঙ্গে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে সে। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মাসুদকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান। একা পড়া নূপুরকে সীমান্ত অতিক্রম করার পরপরই আটক করে বিজিবি।

ঘটনার বিষয়ে বিজিবির পক্ষ থেকে ভারতের বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে কিশোরীকে ফেরত নেয়ার প্রস্তাব দেয়া হয়। কিন্তু বিএসএফ তাকে নিতে অস্বীকৃতি জানায়। ফলে সন্ধ্যায় বিজিবি নূপুরকে সাপাহার থানায় হস্তান্তর করে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, “বিজিবির মাধ্যমে মেয়েটিকে থানায় আনা হয়। পরে সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে একটি মামলা দায়ের করে তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।”

উল্লেখযোগ্য বিষয়, এখনও পর্যন্ত কিশোরীর প্রেমিক মাসুদের পরিচয় বা অবস্থান সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। পুলিশ বলছে, বিষয়টি তদন্তাধীন।