Home সারাদেশ চোরাকারবারির জুতার সোলেই দুই কোটি টাকার সোনা

চোরাকারবারির জুতার সোলেই দুই কোটি টাকার সোনা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, যশোর: জুতার সোলের নিচে লুকানো ছিল কোটি টাকার সোনা! যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ঠিক এমনভাবেই ধরা পড়েছেন এক অভিজ্ঞ স্বর্ণ চোরাকারবারি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম লিটন রায় (৫০)। তার বাড়ি ঢাকার কতোয়ালী থানার শাখারী বাজার এলাকায়। তিনি তার জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রেখেছিলেন ১৩৯৭ গ্রাম ওজনের মোট ১২টি স্বর্ণবার। বিজিবি জানায়, জব্দকৃত এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ টাকা।

বিজিবি জানায়, সকালে ৪৯ ব্যাটালিয়নের একটি টহল দল চেকপোস্টে লিটনকে চ্যালেঞ্জ করে। তল্লাশির একপর্যায়ে তার জুতার সোলের নিচে বিশেষভাবে সংযুক্ত স্বর্ণবারগুলোর সন্ধান পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন রায় স্বীকার করেছেন, ঢাকার শাখারী বাজার থেকে স্বর্ণ সংগ্রহ করে তিনি যশোর হয়ে ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করছিলেন।

ঘটনার পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে।

সীমান্তবর্তী এলাকায় স্বর্ণ চোরাচালান বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


📢 Call to Action:
জুতার নিচে যদি থাকে কোটি টাকার স্বর্ণ, তাহলে চোরাচালান কোথায় থামে?
🔁 প্রতিবেদনটি শেয়ার করুন—আপনার সচেতনতাই পারে অপরাধ রুখে দিতে।
📰 আরও খবর পেতে নজর রাখুন বিজনেসটুডে২৪.কম–এ।