আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর মারমারিসে মঙ্গলবার ভোররাতে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (AFAD) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ২টা ১৭ মিনিটে আঘাত হানে এবং এর উপকেন্দ্র ছিল ভূমধ্যসাগরের তলদেশে।
ভূমিকম্পটি মারমারিস ছাড়াও আশপাশের অঞ্চল ও গ্রিসের রোডস দ্বীপেও অনুভূত হয়। রাতের গভীরে ঘুমন্ত মানুষজন হঠাৎ কাঁপুনি ও শব্দে জেগে ওঠেন, অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। মারমারিসের গভর্নর ইদ্রিস আকমিয়িক স্থানীয় টেলিভিশন এনটিভিকে জানান, আতঙ্কিত হয়ে জানালা ও বারান্দা থেকে লাফিয়ে পড়ে অন্তত সাতজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তুরস্ক ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। দেশটি একাধিক সক্রিয় ভূকম্পনীয় ফল্ট লাইনের ওপর অবস্থিত। ২০২৩ সালে দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে ৫৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারান এবং কয়েক লাখ ভবন সম্পূর্ণ বা আংশিক ধসে পড়ে। পাশাপাশি, প্রতিবেশী সিরিয়ার উত্তরাঞ্চলেও মারা যায় প্রায় ৬ হাজার মানুষ।
ভূমিকম্পের পর মারমারিস শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। উদ্ধারকারী দল এবং জরুরি সেবা সংস্থাগুলো সতর্ক অবস্থায় রয়েছে। আফাদ জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো পরাঘাত (আফটারশক) রেকর্ড করা হয়নি, তবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
বিশেষজ্ঞরা নাগরিকদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং জরুরি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।