Home বিনোদন ‘হাউসফুল ৫’ মুক্তির আগেই প্রি-বুকিংয়ে বাজিমাত, প্রথম দিনেই আয় ৩.৮৮ কোটি!

‘হাউসফুল ৫’ মুক্তির আগেই প্রি-বুকিংয়ে বাজিমাত, প্রথম দিনেই আয় ৩.৮৮ কোটি!

বিনোদন ডেস্ক:  মুক্তির আগেই বক্স অফিসে বাজিমাত করতে চলেছে অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘হাউসফুল ৫’। প্রি-বুকিং থেকে প্রথম দিনেই ছবিটি আয় করেছে ৩ কোটি ৮৮ লাখ টাকা। বলিউডের সাম্প্রতিক ইতিহাসে উল্লেখযোগ্য এক নজির বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র বলছে, ছবিটির জন্য এখন পর্যন্ত ৭ হাজার ৫৯৮টি শো নির্ধারিত হয়েছে এবং বিক্রি হয়েছে ২৪ হাজার ৬২৬টি টিকিট। শুধু তাই নয়, ব্লক বুকিংয়ের মাধ্যমেও প্রচুর টিকিট বিক্রি হয়েছে, যা স্পষ্টভাবে বোঝাচ্ছে দর্শকদের আগ্রহ কতটা তুঙ্গে।

এই ছবির সবচেয়ে বড় চমক এটি দুটি আলাদা ক্লাইম্যাক্স-সহ মুক্তি পাচ্ছে। বলিউডে এই প্রথম এমন অভিজ্ঞতা পেতে চলেছেন দর্শকরা। এর মধ্যে মূল সংস্করণ ‘হাউসফুল ৫’-এর ১৪,৬৬৬টি টিকিট এবং ‘হাউসফুল ৫ বি’ সংস্করণের ৯,৯৬০টি টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়েছে।

ছবিটি পরিচালনা করেছেন তরুণ মন্সুখানি এবং প্রযোজনায় রয়েছেন সাজিদ নাডিয়াদওয়ালা। অভিনয়তালিকায় রয়েছেন অক্ষয় কুমার ছাড়াও রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, ফারদিন খান, অভিষেক বচ্চন, চাঙ্কি পান্ডে, জনি লিভার, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং সোনাম বাজওয়ার মতো এক ঝাঁক তারকা।

নাডিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই ছবিটি ৬ জুন মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। তার আগেই যা হারে টিকিট বিক্রি হচ্ছে, তাতে স্পষ্ট দর্শকদের মধ্যে কমেডি আর তারকাখচিত ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজির প্রতি ভালোবাসা আজও অটুট।