বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। আজ বুধবার (৪ জুন) সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন জানান, সকাল আটটার দিকে এক বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করেন। মুহূর্তের মধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেখানে অনেক মানুষ জড়ো হয়।
বিএসএফ সদস্যের নাম গণেশ মূর্তি বলে জানা গেছে। তিনি ভারতে কর্মরত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং সন্দেহজনক আচরণ করছিলেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এবং উত্তেজিত জনতার হাত থেকে বিএসএফ সদস্যকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, আটককৃত বিএসএফ সদস্য মদ্যপ ছিলেন এবং তাকে বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে সীমান্তে এই ধরনের অনুপ্রবেশে স্থানীয়দের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানায় বিজিবি।